বিষন্নতার দিনলিপি
আমায় কুরে কুরে খাচ্ছে এক অদ্ভুত বিষন্নতা
সে বিষন্নতায় কেবলি তলিয়ে যায় - আমার হৃদয়,
কতটা শ্রান্তি, কতটা নির্মোহতা, কতটা বা সংশয়
এই কি তবে জীবনের মানে; বিষন্নতা কি অব্যয়।
শীতের আগমনে যে চাঁদ মলিন হয়ে যায়- কুয়াশায়
তিলে তিলে সে ও কি শেষ হয়ে যায় - বিষন্নতায়,
মাঝ রাতে ঘুম ভাঙ্গা কোন এক শালিক
নীড়ের কথা কি ভাবে?
নাকি দূর আকাশে খোঁজে মুক্তির কোন উপায়।
প্রতি রাতে আমার ও
ঘুম নয়, জাগরণ নয়, তন্দ্রা নেমে আসে
ধীর লয়ে হেঁটে বেড়ায়
প্রতিটি ঘরের কোণায়, বারান্দায়,
আমার বিষন্নতায়;
জনাকীর্ণতার মাঝে ও কিভাবে একা থাকা যায়
সে তো নিদারুণ বিষন্নতায়,
কখনো কাঁদায় কখনো হাসায়।
রুবু মুন্নাফ
১৭-১১-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।