আকাশটা এত ছোট হয়
তাই তো সে আমার নয়
আমার বুকে বসত করা ছোট্ট একটা পাখি
কতভাবে ধরে রাখতে চাই বুকে বেঁধে রাখি
বুকের খাঁচা বড় ছোট রাখা বড় দায়
পাখি আমার শুধুই পালায় পালায়
অচিনপুর কত দূর জানার কি উপায়
পাখি বুঝি সেই ঠিকানা খুঁজে পেতে চায়
ওরে পাখি আমি ডাকি ঘুমাও আমার বুকে
বুকের আকাশ ছোট হলেও আগলে রাখবো তোকে
বুকের মাঝে গুমরে মরা আজব কারাগার
কতজনরে খুঁজে বেড়ায় শূন্য চরাচর
রুবু মুন্নাফ
২৫-১২-২০১৭
দক্ষিণ বনশ্রী, ঢাকা।