যদি মানুষ রুপী অমানুষগুলো
দুঃখ দেয় তোমার বুকে ,
যদি মানুষ রুপী অমানুষগুলো
শোক দেয় বুকের ক্ষতে ,
সেই শোক - কষ্ট ভুলে গিয়ে
দুঃখগুলো দূরে ঠেলে - -
এসো মানুষের তরে বাঁচি আমরা
অমানুষগুলোকে করি ঘৃনা ।
যদি মানুষ রুপী অমানুষগুলো
ছিন্ন - ভিন্ন করে তোমার সোনালী জীবনটা ,
যদি মানুষরূপী অমানুষগুলো
চূর্ণ - বিচূর্ণ করে অবুঝ এই মনটা ।
সব পরাজয় পিছনে ঠেলে
সব কান্না মুছে ফেলে
কঠোর অধ্যবসায় দিয়ে
স্বপ্ন মাখা জীবনটাকে নাও সাজিয়ে ।
পূর্ণ করো মনের সকল শুন্যতা ।
যার পাপ - পূর্ণ তারই রবে
পাপের শোকে পাপীর সাজা হবে ,
পাপীরা শুন্য হবে দিনের শেষে
পৃথিবীতে না হলেও আখিরাতে ।
এটাই সত্য বলে জেনো সবে ।।