এই পৃথিবীতে সবচেয়ে বড় মানুষের মন ।
সেই মনটা মধুর হয়
- যদি হয় দু'টি পবিত্র মনের মিলন ।
মনের চেয়ে বড় কিছু নাই ,
সেই মনের টানেই মানুষ বাঁচতে চায় ।
এই অবুঝ মনটা যদি কখনো যায় ভেঙ্গে ,
দুঃখের আসরে কাঁদে জীবন ।
স্বপ্ন মাখা যে মন -
সুখীতো নয় সে পেয়ে মহাধন ।
মনের মানুষের মিলন মেলায় ,
চায় সে সুখের মরন ।
তাইতো মানুষ স্বপ্ন দেখে বাঁধে সুখের ঘর ।
সবারই জীবনে , সবারই মনে
পবিত্র ভালোবাসা একবারই আসে ।
ধনী - গরীব সবাই ভালোবাসার খুশিতে হাসে ।
প্রিয় মানুষের সুন্দর মুখখানি
হৃদয়ের তুলিতে ভাসে ।
যদি ও বিচ্ছেদের বেদোনা ভেঙ্গে দেয়
হৃদয় নদীর কূল ।
আবার কারো জীবনে ফুটেনা ভালোবাসার ফুল ।
পৃথিবীর বুকে মানুষ মানুষকে ভালোবেসে যায় ,
একটি নতুন আশায় জীবন সাজায় ।
সারাজীবন হৃদয়ের যন্ত্রণা হৃদয়ে রেখে
মানুষ বেঁচে থাকতে চায় ।
সময়ের কাছে মানুষ বড় অসহায় ,
সুখ - দুঃখ নিয়েই জীবন চলার পথ বয় ।
তবু ও সুখের কথা ভেবে
- প্রতিদিন - প্রতিক্ষণ
হৃদয়ের অব্যেক্ত নিরবতা ।।