এই সব তামসিক প্রহর
কাব্যিক মনোলোভা
জোছনার আরক চুঁইয়ে নামায়
ঘুমপরী আর নিঝুম পৃথিবীময়তার আবেশ।
আঁধার স্নানে জাগে সর্পিল নদী
রাত্রিচর বনানীর আচ্ছন্নতা,
স্রোতজ সমীকরণের প্রবাহমানতায়
ঘুরে ঘুরে সেই পড়শীবাড়ি।
জোনাকীরা আসে চুপিসারে;
দূর নক্ষত্রের হাতছানিতে ছাপানো
ছায়াকাশ - ভাসমান আলোর প্রদীপ
আঁধার মগনে পড়ে রয় মৃত্তিকাছকে
ঊর্বশী জোছনায় ।