( হাস্য রসাত্মক।।কেউ অন্য কিছু ভাববেন না।)


আমাদের মুরগী গুলি সহসা মেধাবী হইয়া গেল?(!!!)
ডিম পারা বন্ধ করে দিয়ে
তারাও কি আন্দোলনে নেমে গেল?
নাকি স্কুল কলেজের ফাকা ব্রেঞ্চ গুলিতে
বসে গেল হুট হাট করে???
হায় হায় তাহলে সর্বনাশ হইয়াই গেল!!!
ফাকা ব্রেঞ্চ এর মজাই আলাদা..
সেখানে বসে পরলে একবার
আর কোন ডিম পারতে হয় না
ডিমের উপর বসে থেকে তাপ দিয়ে দিয়ে
আর কোন বাচ্চা বানাতেও হয় না
নানান কষ্ট করে।
তার বদলে
শুধু খাও আর ঘুমাও।

হ্যা গো হ্যা আমাদের মুরগী গুলি
সত্যি মেধাবী
হইয়াই গেল।
যে গাছটার নিচে মুরগী বসে ধান খেত
সে গাছটাকেই তারা হোট করে পুড়িয়ে দিল।
যে উঠানে নেচে বেড়ায়ে তা ধিন তা
তা ধিন তা করত তারা...
সেই উঠান টা কি তারা খেয়ে ফেলল?
পাশ দিয়ে যে নালা ছিল জলের
সেই নালাতে মল ফেলে ফেলে তারা তা
বন্ধ করে দিল অনায়াসে।
বাড়ির সামনের রাস্তাটাকে বাঁকিয়ে নিয়ে গেলে
অনেক দূর।
মুরিগীদের একাকীত্ব খুব প্রয়োজন
তারা বিচ্ছিন্ন থাকতে চায় পথ হতে।
তারা বিচ্ছিন্ন থাকতে চায় জনমত হতে।

তাই যত সব বাজার ছিল আশ পাশে
সব খানে লাগিয়ে দিল আগুন
জলের নিচে মাছকে বানিয়ে দিল
জলের হীরা।
ঘাসের মত যে সবজি গুলি ফলে যেত
মাঠে ঘাটেই।
তাদেরকে জানিয়ে দিল আজ থেকে
তোমরা এক একটা সোনার খনি।
মুরগীরা সফল.....
সফল হলো এখানেও....।

মুরগীদের উপর বেজায় যে খুশি
মহাফেরেস্তা
তার মহা বিরাট গুনে।
তাই মুরগিরা আকাশের আবহাওয়া দেখে না।
নদীতে জল আছে কি না তাও ভাবে না।
পাতালে জল যাচ্ছে যে শুকায়ে তাও চিনে না
ঘর বাড় গুলির ইট যাচ্ছে খসে পরে
মুরগীরাজ তা শুনেই না।

শুনে শুধু মহাফেরেস্তাদের মহা বানী
শুনে মহা উন্মাদ ধমকা হাওয়াদের কাম সময়ের স্লোগান
তাই তাদের মুরগী হয়ে ডিম পারা হারাম।
তারা এখন মাটিটাকে উল্টায়ে বদলে করতে চায়
সমস্ত ইঞ্চি ইঞ্চি জমি।
তারা বদল করে চায় প্রতিটি নদীর জল
তাদের মুখের লালার রস দিয়ে।
তারা এখন বাতি গুলিকে ভেঙ্গে পকেটে আছে যে তাদের
ল্যাম্প কুপি বা হাড়িকেন।
তা ই বসাতে চায় টুপি পরায়ে নানান বাণীতে।
তারা বদল করতে চায় গাড়ির চাকা
গাড়িগুলিকেই উল্টায়ে দিয়ে।
যে হাড়িতে এতদিন রান্না হয়েছে অন্ন
সেই হাড়িটাকেই তারা ফেকে দিতে চায় জঙ্গলে।
তার বদলে
আরব্য রজনীর যাদুকরী হাড়ি বসাতে চায় তারা
সবখানে।
বই গুলির বুক হতে কালি সরায়ে তারা বালি কিবা
বরফ দিয়ে লিখতে চায় তাদের
মনমত কাহিনী আর ইতিহাস।
কামাড়ের হাতে মাটির দলা তুলে দিয়ে
ওরা কামারকে কুমার বানাতে চায়
ওদের আদেশ শক্তির গুনে।

তাই মুরগীরা আজ ডিম পারা বন্ধ করে দিয়ে
চলে গেছে এমন ভাবে মেধাবী হয়ে
মহা ফেরেস্তাদের ধ্যানে।
#######################
প্যারিস।ফ্রান্স

১৫/১০/২৪