কে বলে আমরা মানুষ?
আমরা নাকি পশুরা?
আমরা আর মানুষ নই
আমরা কোন কালেই মানুষ ছিলাম না।
আমরা নিজেকে নিয়...... নিজেই
এতকাল লিখে এসেছি যে আরব্য রজনী সার্টিফিকেট
সে ভুলে ভরা এক কল্পকাহিনী আত্মকথন।
জঙ্গল হতে জনপদ আলাদা করেছি সত্য
তবে হাজত সম জনপদকেই রেখেদিয়েছি
জঙ্গল বানিয়ে নানান লোভে ধরা নামে।
আমাদের সক্রেটিস খাবার টেবিলে যে
গল্প রচনা হয়
তা কোটি প্রাণের শ্মশান কিবা কবরের।
তাই মানুষ ব্যাতিত সকল সত্য বিলাসী প্রানী
সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদের মতই
কীট না হয় পোকা মাকড়
না হয় অন্য কোন পশু।
বর্বর দন্তের সাথে মহাজঘন্য চাকুর পার্থক্য বানিয়ে
যে সুন্দর প্রাসাদ নাম দিয়েছি বসিয়ে
আমাদের গায়ে আমরাই
আসলে তা ই সবচেয়ে বড় পশুত্ব
অন্তরের অন্তর জগতে।
পশু জানে সে পশু
কিন্ত আমরা
জানিই না আমরা মানুষ নই।
রোজ এক মৎসনালয় চাষ করি
সংখ্যালঘু নামক ছোট আয়তনে।
আমরা হায়েনা কিবা শিয়ালের আচরন
যতই লুকাই ততই বের হয়ে পড়ে
শহরের গৃহিনীর রান্নাঘরে শিশু নির্যাতনে।
আমরা হানাহানি কামড়াকামড়ি কে যতই
করে যাই অবহেলা
ততই তা রাজনীতি নামে বসে থাকে
মনের কোন না কোন কোনে।
আমরা ভিতরে ভিতরে রোজ সাধের ধর্ষণ করে
বড় হই লিঙ্গ ঢেকে রেখে .. ।কাপড়ে।
মোবাইলের চক্ষু ভিডিও জেনে গেলেও আসল সত্য
আমরা নিজেই জানি না কত বড় মনন ধর্ষক
আমরা আমাদের বীর্য বীর্য গড়নে।
আমরা জীবিত সমকামী
আমরা উজ্জবীত উভকামী
আমরাই লাশ
আমরাই প্রাণ
আমরাই সবই.. একই যৌনতার
অতৃপ্ত কামনায় গোপন অন্দরমহলে।
সূযোগ যদি থাকে কেবল না জানাজানির
কে বলবে আমরা মানুষ হয়েছি.. যৌনতার দেহে?
আমাদের দৃষ্টি নয় তবে নজরও যে
এক বিশাল বড় লিঙ্গ আমাদেরই উনুন বিধানে।
নজর দিয়ে ধর্ষণ করে ফেলতে পারি
সকল স্থানের
গ্রাম কিবা শহরের।
নিজের জিহ্বা না করতে পেরে সাধন!
বিড়াল হয়ে মাছকে বলি
তুই কর বোরকা হাজত গ্রহণ!!
আমাদের তাহারুশের মাঠ কিবা বাচ্চাবাজি
কিবা মাদ্রাসায় শিশু সনে অদম্য বর্বর খেলা
লুকায়ে লুকায়ে
কত যে কদর্য মানুষ আমরা
সেজেছি অন্ধকার কে আলো নাম দিয়ে।
আমরা জানিই না আমাদের ঘরে যে পোকা করে বসত
সে আমারই পোকা।
আমার বাড়ির পেছনে যে টয়লেট
সে আমারই টয়লেট।
ভাবি না এত মল সেথায় আসে কোথা হতে?
আতরে সুবাসে লুকায়ে সেসব গন্ধ
যতই নিজেকে বানাই ফুল রাজ বা রানী
আসলে আমাদের অন্তরেই আছে
নানান দুর্গন্ধ
নানান মলের খনি ।
কে বলে মানুষ মোদের
আমরা নাকি পশু
জানতে কি চায় না মন
ছিড়ে ফেলে
ভন্ডামীর নস্ট মঞ্চখানি?
উন্মুক্ত আয়নায় করে আলোচনা
আমাদেরই অন্তর আয়না?
স্বীকার করে আমরা কতটুকু
পশুর চেয়ে পশু নামে আছি বেঁচে
নাম দিয়ে কাটা চামচের
সভ্যতাগয়না।
এক সাথে এক বনে পশু করতে পারলেও
বসবাস
আমরা ভিন্ন ঢালে বসত করে
একে অপরের করে যাই
সকল প্রকার সর্বনাশ!!
এর পরেও বিধান লিখে
নিজ কলমে নিজ খাতায়
যাচ্ছি বলে
আমরাই শ্রেষ্ট
আমরাই মানুষ!!
তামাশা আর উপহাস!!!