হ্যা জানিত
আপনি খুব ভালো মানুষ।
আপনার বাড়ির বড় গাছের ডালপালা
খুব আক্রমন করে না
ছোট ছোট গাছের উপর।
ফেসবুকের পোস্ট দিয়ে এক তুলসীর নামে
আপনার বাড়ির সকল কাস্তে নেমে যায় না
পুরো তুলসী উদ্যান উচ্ছেদ অভিযানে।
তুলসীর বাগানে দেয় না আগুন
তুলসীর পাতা করে না লুট পাট।
ধ্বংস করে দেয় না তুলসীর শিকড়।
যদিও বা কেউ তা করে কোন ভুলে
এক তুলসীর নামে দিয়ে পোস্ট ফেসবুকে
কোটি তুলসীর উপর চালায় বখতিয়ার বর্বরতা।
ওমনি মনে পড়ে যায় আপনার
কেবল মাত্র একখান ছবি
টুইন টাওয়ার লিখা ছবিটার নিচে
পাশেই থাকে লা লা+দেন লিখা
বড় বড় নামে।
ওই একখান ছবি সঙ্গে সঙ্গে আপনি
করে দেন পোস্ট
আপনার ফেসবুকের ওয়ালে।
ওমনি সারা বিশ্ব জুড়ে কোটি কোটি ফেসবুকের
প্রোফাইল অটোমেটিক হয়ে যায় বদল।
লাল লাল রক্তের স্তুপে ভরে যায়
শত কোটি মানুষের
ফেসবুক। ইনস্ট্রাগ্রাম কিবা ইউটিউব।
অস্ত্র সন্ত্রাস ত্রাস ধ্বংস ধর্ষণ বর্বরতা অন্ধকার
এই সব কিছু লিখা হয়ে যায়
তাদের প্রোফাইলের পরিচয়ে।
চারদিকে হতে ভেসে আসে কেবল
সিরিয়া লিবিয়া আফগানিস্তানের
নারীদের কান্নার জন্য... চোখের জল।
ভাতের থালায় জমা হয়ে যায় এসে রক্ত
অস্ত্র হাতের তালুর পরিচয়
দেখানোর জন্য।
চশমার উপর ভেসে উঠে ইয়েজাদী নারীদের
গায়ের কাপড়।
পরিস্কার চিনিয়ে দেওয়ার তরে
তাদের বিক্রি করার জন্য
আপনাদের রচিত মার্কেট।
মনে হয় পৃথিবীটাই এক নরক
মনে হয় বাতাসটাই এক বিষ।
মনে হয় মানুষের বসতিটাই
সাপের গুহা।।
চারদিকের সব কিছু
জঙ্গল।কেবল জঙ্গল।
প্রতিবাদী জানায় তখন
আরেক তুলসী গাছ।
যাকে মনে চাষ করি মোরা
ভালোবাসার জলে।
গায়ে তার আপনার দাতের কামড়।
গায়ে তার আপনার কাস্তের আঘাত।
গায়ে তার আপনার
নীরব থাকা নামক ভয়ংকর অস্ত্রের
অসং্খ্য চিহ্ন।
আপনি দেখেও না দেখার যে কৌশলী নিধন
চালান তার উপরে
তার সমস্ত দাগ দগদগে হয়ে
এখনো ভাসছে তার পরে।
কর জোরে দাঁড়ায় তখন
এই তুলসী।
হাত নাড়িয়ে বলে
না না সরাও এ ছবি
ফেসবুকের প্রতি ওয়াল থেকে।
এক ছবির অপরাধে হয়ে গেলেও
দোয়ারাবাজার কিবা নাসিরনগর।
এক লাদেনের ছবির পরিচয়ে
হবে না শত কোটি প্রোফাইলের
এমন পরিচয়!!
আমরা মানি না
আমরা মানবই না
এক সিরিয়ার এক ছবিতে
পরিচিত হয়ে যাবে
বিশ্বের নানান আশপাশ নাগর
বিশ্বের নানান আশপাশ নগর!!
পথ দিয়ে তখনো স্লোগান দিচ্ছে
আপনার ঘরের একদল আদরের
কাস্তে খুন্তি কুড়াল আরো দেশীয়... সন্তান।
একটা একটা তুলসী ধর
ধইরা ধইরা....কর।
আপনি এখনো চুপ।
এখনো ভয়ংকর নীরব।।
এই চুপ! এ নীরবতা
আরো বড় বড় করে বলছে চারদিকে
উচ্চস্বরে উচ্চরবে।
একটা একটা তুলসী ধর
ধইরা ধইরা..... কর।
ভয়ে কাপছে আমাদের মনের তুলসী
কবে নীরবতা ভেঙ্গে এসে
দিবেন বলে..এটম বোমা হয়ে
তুই শ্যালা বড় সাম্প্রদায়িক
বড় দেশদ্রোহী
তুলসী।।