আজ ভাই আমার ,,,ভাই নয়
অচেনা লাগে সব প্রিয়জন।

বড়ই দূরত্বে দাড়িয়ে গেছে উঠান
আমার অন্দর মহল হতে।
বিশাল ব্যবধানে সরে গেছে রাজপথ
আমার আঙ্গিনা হতে।

চারদিকে কোন জনবসতি নেই
সব দেখি দখলে নিয়ে গেছে হিংস্র পশু।
তারা কেবল নখ দেখায়
আর দেখায় রক্ত মাখা দাত।

যে ফুলের বাগান গুলি ছিল
এতদিন ফুলের দখলে।
সেথায় এত সাপ কোথা থেকে এল?
কে পাশ দিয়ে চলে যাওয়া
নদীটার উপর,,এত কুমির ছেড়ে দিল?

কে আমার মাথার উপর বসিয়ে দিল
রাবণ মন্য পুরী।
কে আমার আপন ,,,,আমা হতে
নিয়ে গেছে কাড়ি?

কীভাবে হয়ে গেল দখল
গ্রামের সেই সতেজ পুকুর।
যেখানে বালক বালিকারা
দেব পায়ে করত সাঁতার
দেব মনে।
কে সে পুকুর ভরে দিল সুরায়।
কে সাঁতার কাটাচ্ছে সেথায়
মোদের শিশু
মদের ভিন্ন ভিন্ন নেশায়?

কেমনে সহিব এমন বেদন
নিজেরে ঢেকে রাখি
হাস মুরগের খাচায়।
প্রাণ টা যে এখনো বাংলাদেশি
বাংলাদেশের চিরায়ত জন্ম কথায়!!

স্বাধীন ,স্বাধীন শব্দ লিখে হাতকড়ায়
যে পরাতে চায় আমাদের কলমের
প্রতি কালির ,,প্রতি কনায়।
রক্ত বীজে জন্ম নিবে হনুমান
আগুন বাধিয়া লেজে,,,

জানব না তখন
সে কাকে কীভাবে পুড়ায়!!!!

আজ ভাই আমার ,,,ভাই নয়
অচেনা লাগে সব প্রিয়জন।
এই গর্দভ বেলায়।
####################
১৫/০৮/২৪
রুবেল চন্দ্র দাস
প্যারিস ,ফ্রান্স