চা শ্রমিক হয়েই দেখ,,
নরক দেখা হয়ে যাবে,,।
তুমি জানতে পারবে,,মানুষের দেহে,,
আসলে তুমি মানুষই নও,,
মানব দেহে পশু তুমি
সভ্যতার অসভ্য ঘরে।।
তোমার পেঠে খিদে আছে,,
এ খিদে অন্যায়,,
তোমার বুকে তৃষ্ণা আছে,,
এ তৃষ্ণা পাপ,,
তোমার গায়ে লজ্জা আছে,
এ লজ্জা অপরাধের,,
তোমার ঘর বানানোর মন আছে
এ মন জঘন্য দোষের,,
তোমার কলম ছোয়ার স্বপ্ন আছে
এ স্বপ্ন চির কলঙ্কের,,
তোমার কবিরাজের দরকার আছে
এ দরকার নিয়ম দ্রোহিতার।
তুমি পাতার তলে পাতাহীন হয়ে
পুড়ে মরবে রোদ আগুনে,,
চায়ের কাপের বাহির পাশে ,,
আলপনা হবে সর্বক্ষনে,,,,।
তোমার যদি কোনদিন ইচ্ছে করে,,
বাবুর বাড়ির কুকুরের মত ভাত খাবে পেট ভরে,,,,
মনে রেখ সেদিন তুমি
কাপের গায়ের রঙ হতে,,, যাবে সরে।
সরে যাবে প্রাণ তোমার,,
জীবন ছেড়ে অনেক দূরে,,
যেথায় তোমায় কেউ জানবে না
কেউ বুঝবে না,,
চা পাতা সিদ্ধ খেয়ে,,
কেমন করে গেলে গোলামি
বাবুদের পাপমহলে,,,!!
কেমন করে ছিড়ে জুতায়,,হেটে হেটে,,
শহর জুড়ে পরালে জুতা,,আদর করে,,
সকাল বেলার সূর্যটাকে
চা খাওয়ায়ে দিলে জাগাই,,
সারা রাতের ঘুম হতে??
একদিন চা শ্রমিক হয়েই দেখ,,
নরক দেখা হয়ে যাবে,,
পাশের শহর,, তোমায় দেখে,,
চলে যাবে দূরে সরে,,।
গায়ের ঘামের লোনা জলে
ডুবে যাবে,, বাগান ভরে,,।
পথের পাশের ঘাসও তোমায়
ঘাস দিবে না পায়ের তলে,,
সারা দেশের সকল পর্দায়
আড়াল রবে ভালো করে।।