মেঘগুলি দালানের উপর দিয়ে উড়ে যায়,,
কোথায় যায় তারা?
তারা কি জানে? কেনইবা যাচ্ছে?
যদি জানে কিবা না জানে
তাতে কি কিছু যায় আসে তাদের?
না কিছুই যায় আসে না
তাহলে আমি আমার ঘাস মনটা
মাটি থেকে তুলে মেঘের হাতে দিতে চাই,,
আর ভালো লাগে না,
মাটির বুকে থেকে থেকে আদরে পাওয়া এত জল
এত রস আমাকে বিরক্ত করে তুলেছে।
আমি এবার উড়তে চাই,,
স্বাধীন হতে চাই,,বাগানের মালির
এত আদর হতে।
মুখে তুলে দেওয়া খাবারের চেয়ে
মেঘে বসে ভেসে ভেসে হাওয়ার জলে
হাওয়া খাওয়াই যে শান্তি
চরম শান্তি,,।
আর কিছু না হোক,,
বাতাসের ধাক্কায় সামনেত যাওয়া যায়
এ বাড়ি ও বাড়ির ছাদ টা ত দেখা যায়।
দালানের পাশে ফুল ফোটিয়ে কিবা সবুজ হয়ে
যে কষ্ট পাওয়া যায়,,
তার থেকে মুক্তি ত পাওয়া যায়
শুন্যে ভেসে দালানের ঘাস হীন,ফুল হীন
ছাদটা দেখে,,,দেখে এত ভাবা যায়,
যার মাথার উপরে নেই ফুল,,
সে কেন পায়ের কাছে চায়
এত ফুল?
কেন?