পোশাকের উপর পোশাক পরে তুমি
স্মার্ট হতে পারবে না,,,।
পারবে না চশমাটাকে নানান রঙ দিয়ে
নানান ভাবে চোখের উপর রাখলে ঝুলিয়ে।

স্মার্ট হতে গেলে,,তোমাকে জানতে হবে
বৃষ্টির দিনে পদ্ম পাতা
কীভাবে জল ফেলে দেয় গড়িয়ে?
তোমাকে জানতে হবে,,পাতালে অতল গহবরে
কীভাবে মাটিতে মিশে থাকে জল
ঘোলা না হয়ে।
তোমাকে বুঝেতেই হবে,,
খেজুর গাছের গলায় কখন
বসে থাকে রস,,সময়ের আহবানে।
কীভাবে রাতের কলি ভোরের বাতাসে
মেলে দেয় পাপড়ি,,
বসন্ত আসলেই কেমনে,,,পল্লবের তালের তালে
সুর মেলায় কোকিল ,,কৃষ্ণচুড়া গাছে।

কেন দখিনা বাতাস ,,,জানালার পর্দা সরিয়ে
শীতল করে গৃহদ্বার?
কেন শীতের দেশে ,,আগুনের উৎসব হয়
ঘরের ভিতর,,,?
কেন আলোর সামনে ভীড় করে পোকা
অন্ধকার পেছনে ফেলে?
কেন পাখির গায়ে পালক গজায়
উন্মত্ত খোলা দুনিয়ায়,,
কেন পথের সাথে পথ মিলে যায়,,
গন্তব্যের ঠিকানায়,,,?

তোমাকে স্মার্ট হতে হলে,,,
আপন ভূমির ঘাসের ধোয়ায় ধোয়ায় ,,
কালো করে দিতে হবে সকল সিগারেট ।
মদের বোতলকে ,,বোতলের ভিতরেই
করে দিতে হবে নেশাখোর ।
সাপের সামনে হতে হবে সাপ,,
ফুলের সামনে ফুল,,
ডাটার কাটার দায়ভার নিয়ে জগতে
মুগ্ধতা ছড়াতে হবে,,অপরের তরে।
নদীর সামনে হতে হবে নদী
সাগরের সামনে সাগর,,
পায়ের জুতোকে ,,বিনম্র ভালোবাসায়
করতে হবে আদর।
বচন বাচনে গীতার মত যতই থাকবে ধীর
ততই তুমি জানবে,,
কখন তোমার বাঁশী প্রয়োজন
কখন চক্র হাতে বীর?

ময়লার জন্য ঘর না সাজিয়ে
ঘরের ময়লা রেখে দিতে হবে
ঘরেতে নির্দিষ্ট স্থানে,,।
চতুরতায় ,চপলতায় জেনে যেতে হবে
চৌকস কেন থাকতে হয়,,
স্থির বুদ্ধি সাধনে?
সময়ের সাথে করে সহবাস,,
সময়কেই দিতে হবে সুখ,,,
তোমার ঐতিহ্য সংস্কৃতির সত্তা সমগ্র হতে।
স্মার্ট যদি হতে হয়,,
তাহলে নিজের সামনে নিজেই দাঁড়াও
ব্যাক্তিত্ব  বাস্তব বোধে।
অন্ধ আখির চেয়ে অন্ধ মন
এক সাথে ফেলে দাও বিশ্বাসী নামের
নির্বোধ শ্রেষ্ঠত্ব হতে।
স্মার্ট যদি হতেই হয়,,
আরো সাহসী,,আরো প্রয়াসী হও
চিন্তনে,মননে,সাধনে,,
জ্ঞানে বিজ্ঞানে।

গুরুর পায়ের চরণামৃত গুরুকেই দাও উপহার
মস্তিস্কে,,সাধনে ভজনে।

#################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৩/০৫/২৩