দেশটা গোলাম গোলাম লাগে।
তাও এমন গোলাম
যেখানেও কান্না করাও এক অপরাধ।
চোখের জল চোখে রেখে
যেখানে বলতেই হয়
না গো না আমার কোন কান্না নেই
আমি ভালো আছি।
আমার হাস ভালো আছে
আমার মুরগী ভালো আছে।
আমার গরু ভালো আছে
আমার কুকুর ভালো আছে।
আমার ময়না ভালা আছে
আমার বিড়াল ভালো আছে।
আমার ভিতর আমার এই সবাই
খুব ভালো আছে।
খাদ্যের অভাবে
ওরা নিজের মল নিজেই খেয়ে
অনেক খুশি আছে।
আমার পুকুরের মাছ গুলি জল খায়
জলে বেড়ায় জলে নাঁচে।
খুব ভালো আছে ওরা।
আমাদের কোন কষ্ট নেই
আমাদের ভাতের থালা হতে
সরে গেছে ভাত।
আমাদের চায়ের কাপ হতে
সরে গেছে চা
কেবল আমাদের পদ্মা নদীর উপর
অপরাধ এর মত দাঁড়িয়ে আছে ব্রীজ।
মেট্রো রেলটা গলার ভিতরের
কাটার মত লাগে।
তবু আমরা ভালো আছি।
হাসিতে আছি
খুশিতে আছি
ধর্মেতে আছি
নীরবতায় আছি।
তাই পত্রিকায় এখন কোন খবর নেই
লাশের গন্ধে যেখানে পত্রিকা পড়াই যায় না।
খুনের শহরে এখন কোন মানবতা নেই
খুনী মন এখন মানবতা ছেড়ে
বৃষ্টিভেজা ফেসবুক ময় ঘুমে।
না না এখন কোন কান্না নেই
এখন কোন আলোচনা নেই
এখন কোন কিছুই নেই
কেবল শান্তি ছাড়া।
যে শান্তি নিজেই
খুনি
সন্ত্রাস
চোর ডাকাত অসভ্য বদমাস
স্বৈরাচার ফ্যাসিস্ট মৌলবাদ হয়ে
দিয়েছে এসে
দুয়ারে দুয়ারে ধরা।
দেশটা সত্যি গোলাম গোলাম লাগে
মুকুট এর তলে
পাগল ছাগল
আর
বাদাইম্যা বখাটী... মেধাবী ভরা।
##################
রুবেল চন্দ্র দাস
প্যারিস