মানুষের সাথে কুকুরের  মিল মিলতে পারে
গরু,ছাগল,ভেড়া সব কিছুর।
এমনকি যে মাটির নিচে থাকে কেচো
তার সাথেও মিলতে পারে
মানুষের।

এই যে ছাই ,,ওই যে আগুন
দুটোতেই মিলতে পারে ,,,
জলের সাথে তো কোন কথাই নেই
মিলে যায় সব সময়।

মানুষের সাথে মিলে ফুলের
পাখির,,পত্র পল্লব আর
যেকোন বাতাসের।
দূর্বার শিকড় হতে বটবৃক্ষের ডাল
কোথায় মিল নেই বলো মানুষের।

চেয়ারের পা হতে
টেবিলের বুক,,পানির বোতল
আধুনিক মোবাইল,,,
সব ,,সব খানেই মিলে
মানুষের।

কিন্তু ওই যে রক্ত রেখার হাড়ি,,
যার জন্য গজিয়েছে দাঁত পেটের ভিতর।
স্বর্গে যাবার লোভে
যারা রক্ত রাঙ্গা চায় যে কোন পথ
তাদের সাথে মিলে যায় মন
কীভাবে?
কেমন নিজের দাঁতকে ঘোষনা করা যায়
হায়েনার লাল দাঁত লোকালয়ে বসে?
কেমনে বিড়ালের চুপি চুপি পায়ে হেটে হেটে
বলা যায়,,আমরাও বিড়াল
মাছের সন্ধানে এসেছি ,,
রিফ্রেজেটার এর সম্মুখে!
কেমনে সবুজ পাতার উপর বসে
নিজের জিহবার লাল রঙ
ঢেলে দিতে চেয়ে ,,সমস্ত বৃক্ষে ,,
বলা যায় ,,,বৃক্ষ লাল,,
নজর,,লাল
লাল আমি,,আমার সকল চাওয়া
গিরগিটির সমস্ত গুনে!!