সে হাসি মুখে আসি বাণের কষ্ট করে গেল দান
নিমগ্ন করিলো শোকের সলিলে চিরন্তনে।
দেবতা সাজি নিয়ে আমার অন্তর সিংহাসন
ফেলে গেল নর্দমায় ;অসুর হয়ে।
বলে গেল
আমি সুস্বাদু আম, চুষে খাওয়া যায় আদরে
আমসত্ব বানিয়ে চুইংগাম চুষা , দন্ত প্রলয়ে।
আমি ডালের তরকা ঘ্রাণ, চায়ের তলার প্লেট
হাড়ির ভেতর গরম কালের নরম গরম ভাত।
আমাকে নিয়ে টিভি দেখা যায় রঙিন চশমায়
বই পড়া যায় জ্ঞানের উইপোকার মহব্বত সাথ।
সিনেমার পর্দা ঢেকে দেওয়া যায় দেহপোশাকে।
নাসার হাজার দশেক
অফিসখোলা যায় আমার প্রয়াসে।
আমি শুদ্ধ, বিশুদ্ধ পূর্নিমা চাঁদ মজাপুকুরে
এক শহরে এক পানির ট্যাংক, দুয়ারে দুয়ারে।
আমি রিক্সাওয়ালার গায়ের ঘাম রিক্স্রার ছাউনি
শুটকি ভর্তায় শুটকি ঘ্রাণ চেহারায় নুরানী।
আমি সিগ্ধা, পুষ্পিতা;
সঞ্চিতা, মানসী, সোনারতরী /
আমি সুচিত্রা সেন, উত্তম কুমার
আমার জন্যে সমস্ত দুনিয়া
শুধু
নেই
কোন এক বাড়ি।