আমার অসুখী থাকা যদি তোমার
সুখের কারন হয়
শান্তির আচরন দুনিয়া থেকে
তাহলে আমি অসুখি হলাম।
নিত্য রাবণ চিতায় বানালাম বিছানা
বালিশ খানি বানালাম নরক দুয়ার থেকে।
পায়ের জুতায় লুকিয়ে রাখলাম ভাঙ্গা কাচ
তপ্ত তেলে ডুবিয়ে পা জোড়া।
আমার ঘরে যদি গোবর জমিয়ে
সরিষা ফুলের চাষ হয় তোমার ঘরে
তাহলে তাই হোক শত আনন্দে।
আমার টিভির ব্যাটারি নিয়ে
তোমার বাড়ির টিভি যদি চলে সাতরঙ্গে...
তবে পড়ে থাকূক টিভি খানা মোর
মনের ডাস্টবিন কোনে।
আমাকে গর্দভ ছাত্র বানিয়ে
যদি তুমি
হতে পার শিক্ষিকা নিজেই নিজের
তাহলে তাই হোক প্রিয়া
তাই হোক আমার মনোবাসনা
প্রার্থনা গোপন
রোদনের।