তোমরা স্বাধীনতার নামে
পরাধীন থাকার পাপের পথে
নেমেছ অবলীলায়।
যে হাত গড়েছিল দেশ
নানান মালায়।
সে হাতেই দিয়েছ ছুবল
হিংস্বা ক্রোধ আর অজ্ঞানতার
বিষাক্ত জিহবায়।।

তোমরা আপনার মুকুট
হাতে করে নিয়ে
ঢেলে দিয়েছ অন্যের পায়ে।
ধরে এনেছ জংলী জানোয়ার
যেন তোমাদের ভক্ষন করতে পারে।
উনুনের আগুন হাড়িতে বসায়ে
অন্ন মিশিয়ে দিয়েছ ছাইয়ে।
কপালের ভাজে আপন হাতে
লিখে নিয়েছ দূর্ভাগ্য
সৌভাগ্যের ললাট লিখন ফেলে।

তোমরা বনের জোনাকি বনে পুড়ায়ে
অন্ধকার করেছ আপন।
বাঘের মুখে চুমু খেয়ে
হরিনী করেছ ভোজন।
দুয়ারের সম্মুখে টেনে এনেছ
রাজ পথের ময়লা
ঘরের বুকে লাগিয়েছ ঘাস।
কলসীর জলে মল মিশায়ে
নিজেরে করলে নিজেই উপহাস।
দালানের উপর বানায়ে কুড়ে ঘর
দালানের ইট দিলে ভেঙ্গে।
পশুর দন্ত করে ভিক্ষা
আপনার দন্ত ফেলে দিলে
আপনার মোহ ভরা রঙ্গে।

স্বপ্ন মাঝে করে নিলে স্বপ্নের শ্রাদ্ধ
বিলাস ভরা পাপে।
ভেবে নিলে তোমার নেশাই সুখের নেশা
প্রলাপ মাখা বিলাপে।
মিথ্যে দিয়ে ধাক্কা মেরে
সরায়ে দিলে সত্য।
জেনে রেখে এই মিথ্যেই একদিন
সত্যের দায়ে
হয়ে যাবেই যাবে.. উন্মত্ত।।

তোমরা শিকল ভাঙ্গার গান গেয়ে
করে নিলে কারাগার বরণ
অসুরে হয়ে অনুরক্ত ।।
#####################