বেঁচে থাকার জন্য রহস্য ময় জীবন নয়
এক মুঠো আপনার মত আপন শ্বাস চাই,,আশে পাশে।
বাতাসের সাগরে,,হারিয়ে যদি যায় সেই শ্বাস
তা যেন ফিরে পাই সহসা।
নয়ত ঘৃনা আর করুনার অক্সিজেনে
বেঁচে থাকা মানেই মৃত্যু।
এভাবে বাঁচা যায় না,,,
সুখের সন্ধ্যানে কেউ যদি তোমাকে
সুখের থালায় মরণ খাওয়াতে চায়।
এ সুখ নয়।অতৃপ্ত কারাগার।
শান্তির জন্য কেউ যদি
তোমাকে তোমা হতে অনেক দূরে নিয়ে যায়
এ শান্তি নয়।জঘন্য নরক।
ভালোবাসার হাত ধরে
কেউ যদি তোমাকে অন্য ভালোবাসা কাটতে বলে,,
সকল বাকী বন্ধন থেকে সরিয়ে নিতে চায় ঝাটা হাতে
তাহলে এ ভালোবাসা ভালোবাসাই নয়
দুর্গন্ধ ময় এক স্বার্থনেশা।
কেউ যদি তোমার চারপাশ সহ্য না করে
তোমার বুকে শুইতে চায় অন্তর যাতনায়।
মনে রেখে সে অন্তরে ফুল নয়
কেবল বিষ দন্তই শোভা পায়।
এসব করেছে বলে কেউ ,,আমার সাথে
আমিই তাকে তা দিব ফিরায়ে?
না না না,,,বিষের বদলে বিষ নয়।
অন্ধকারের বদলে অন্ধকার নয়।
সাগরের জলে কি না চলে ,,মৎস উদরে!!!
তাই বলে কি সাগর নীলাভ জল রাশি হতে
ফেলে দিবে তাদের দূরে ।
জল হীন করে রেখে দিবে নীল তিমি
ওই ছোট মাঝারি মীনের সম্মুখে?
নাকি নিজেই হয়ে যাবে নীল তিমি
তিমি বধিবারে?
সাগর যদি আকাশ না হয়ে দাঁড়ায় সর্ব প্রাণে।
আপনার অস্তিত্ব এমনি বিলুপ্ত হবে
কারন ময় ভূবনে বিনা কারনে।।
###################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৮/০৪/২৪