( লেখাটা কেবল তাদের জন্য। আপনি ভালো মানুষ হলে লিখাটা আপনার জন্য নয়)
আপনি মহান। আপনার কর্ম মহান।
আপনি যার বাড়িতে থাকেন
সেও আরো বড় মহান।
মহান আপনার কর্ম
মহান আপনার চিন্তা
তাই বলে আমি যে বাড়িতে থাকি
যে বাড়ি আমার কাছে ব্রহ্মান্ড তুল্য
সে বাড়িতে এসে
আমাকে আপনার এই মুখস্থ বচন শোনাতে হবে পিও?
পিও আপনার বচনে শোনাতে হবে
যেন আপনার মহান বাড়িতে গিয়ে
আমিও ঢুকে পড়ি!!
খালি করে দিয়ে যাই
এই বাড়িটি!!
যে বাড়িতে আপনি এসেছেন
শিল্পী সেজে কুকুররের ভাঙ্গা গলায়।
কেন এমন নিচু ছোট হীনমন্য আপনি?
আমার খাদ্যভরা থালের মেহমান হয়ে
আমার মুখের সামনেই বলে যাচ্ছেন
আমার খাদ্য ভালো নয়
আপনার খাদ্য ভালো।
আমরা যেন আপনার খাদ্য বিপ্লবে
ঝাপিয়ে পরি।
আপনি জানেন পিও
কতটা উদার হলে আমাদের খাদ্য
আপনাদের এমন কদর্য মুখটাকে শোনে?
তা না হলে ইকবাল কান্ড বানিয়ে
বিষ হয়ে বসে যেত
আপনাদের মুখে।
ও তা হবে বা কীভাবে?
আপনাদের রচিত উপমার স্বর্গে রাজ্যে
আমরা ত জিহবা হয়ে বাস করি
আপনাদের মাঝে।
তাও আপনাদের জিহবা।
যেভাবে নাড়াবেন সেভাবে নড়ব
যেভাবে শুইয়ে রাখবেন সেভাবে শুইব।
তা না হলে
মানে
একটু এদিক সেদিক হলেই
আপনাদের কার কোন দাঁত ভয়াল দাঁত।
কে কীভাবে যে দেয় কামড় বসিয়ে
তা কে জানে?
তাই ভয়ে ভয়েই বলছি
পিও আমার বাড়িতে যে বাজনা বাজে
তাতে নাঁচতে আসেন।
কিন্তু সেই বাজনার তাল লয় ঠিক
করে না দিতে পেরে বলবেন না
ঊৎসব বাজনা সবার জন্য না।
শুধু তাই নয়
আমার বাড়িতে যে নুপুর পায়ে
মেয়েরা নাঁচে সে মত নাঁচতে আসেন
কেবল উৎসব নামক আনন্দের তরে।
কিন্তু সেই নুপুরে আপনার
খেজুরের ডাটার কাটা না বাঁধতে পেরে
দাবী তুলবেন না
উৎসবের আনন্দ আপনি পাননি।
আপনার মহৎ মনের
বদসুরৎ আচরনে আপনি উন্মাতাল হয়ে
দেশ সমাজকে লেবানন বানিয়ে
লুকিয়ে থাকতে পারেন নানান নাম নিয়ে।
কিন্তু সেই নামটায় যখন অভিশাপ আসে
ঈশ্বর হতে
তখন কেবল হয়ে যায়েন না লেবানন
কিবা শিশু বা বৃদ্ধ বা কিন্ডারগার্ডেন
বা হাসপাতাল আপনাদের স্বভাব জাত
আচরনে।
কারো খাবার আনন্দ ভাগ করে নিতে
দাঁত হয়ে খেয়ে নিতে হয় না যে তাঁকে।
কারো উদরের সুখ উপভোগ করতে
খেয়ে নিতে হয় না তার উদর
আপনার মহান নামের অসভ্য আচরনে।
পাশে দাঁড়িয়ে পাশাপাশি
গলাগলিতেও করা যায় ভাগাভাগি
সুখ ভিন্ন ভিন্ন দেহে।
এমন শিক্ষাটা কি কভু পেয়েছেন পিও
আপনার আকাশ তলে?
######################
প্যারিস
ফ্রান্স