(লেখাটা ভালো মানুষের জন্য নয়)
খেজুর গাছের পাশে বেল গাছের রোপন কেন?
কেন গাছ দুটি থাকব না আলাদা আলাদা?
খেজুর গাছ যদি কোন বাড়িতে হয় রোপন
তাহলে তার চৌ সীমানায় থাকব না কোন
অন্য জাতের গাছ,,,।
যদি কেউ ভুল করে লাগিয়ে ফেলে
একই বাগানে কবরী ফুলের সাথে
সন্ধ্যা মালতি,গন্ধরাজ কিবা অন্য কিছু?
তাহলে এ মহাভুল,,এ মহা অপরাধ
এক বাগানে থাকবে কেবল এক ফুল,,
এক আকাশে যদি উড়ে বালি হাস
তাহলে সেথায় বক,,সারস,মাছরাঙ্গার নিবাস
নিষিদ্ধ।
কেউ উড়তে পারবে না সেখানে,,,
কেউ হাটতে পারবে না সে উদ্যানে,,
উট যদি হাটে কোন খানে,,,,।
তাহলে সেখানে ইদুরও করতে পারবে না পাচারি।
সহ অবস্থানের গল্প কেবল লোকাচারী,,
আসল গল্প এক থাবায় ,,এক আগ্রাসনে
শুন্য বাকী সব,,,
কেবল নিজের গোত্রের বৃদ্ধির বাড়াবাড়ি ।
############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৯/১২/২৩