লুটে খাচ্ছে ওরা
সুন্দর মুখে রাক্ষসের জিহবায় খেয়ে ফেলছে ওরা
আমাদের সব।
আমাদের সবজি বাগানের নিচে ওরা
আগুন লাগিয়ে দিয়ে
পুড়িয়ে দিচ্ছে সব।
আমাদের মুরগীর পেটের ভিতর হতে
কেড়ে নিচ্ছে ওরা ডিম।
আমাদের ঘরের পাশেই যে নদী ছিল
সেথা হতে জল চুষে ফেলে দিচ্ছে অন্য খানে।
হাড়ি হতে ভাত লুকায়ে
হাড়ির ভিতর রেখে দিচ্ছে আরবের বালি।
আমাদের সব লুটে নিচ্ছে ওরা
ময়ুর বেশে ইদুরের দল
খেয়ে নিচ্ছে সব শস্য
আমাদের গুপ্ত ভান্ডার হতে।
গাছে যে ফল ধরত মুকুলের মত
সেথায় পোকা ঝুলিয়ে দিয়েছে তারা
নতুন ইচ্ইচ্ছেমতো পাঁচালি লিখে।
আমাদের আর কোন কিছুই আমাদের নেই
সব হয়ে গেছে তাদের।
তারা এখন আমার বিছানায় এসে
দাবী করে বসে তার বলে।
আমার গরুর মুখের ঘাসেও ভাগ বসিয়ে
খেয়ে নেয় ঘাস যা খুশি তা করে।
তারা লেবু গাছের ডালে লাগিয়ে দিয়েছে
কড়ই গাছের নানান ফল।
আলুর শিকড়ে ধরিয়ে দিয়েছে
মাখাল ফলের অনন্য জোয়ার।
তারা জোয়ার এনে বন্ধ করে দিয়ে গেছে
আমাদের টিভির ভিতরের টিভিটাকে।
রেডিওর সংবাদে বসিয়ে দিয়েছে
তাদের গলার ভয়েস রেকর্ড।
আমাদের বই হতে কেড়ে নিয়েছে বই
পত্রিকার মাঝে শ্রাদ্ধ করে ফেলেছে পত্রিকার।
এখন বলার মত কিছুই নেই আমার
আমার আমার আমার।
জঘন্য এক ঘৃণা আর হিংসার উত্তাল চাষে
করে দিয়েছে
আকাশ জমি একাকার।
কেন এমন হয়ে গেল আমাদের জীবন
সর্বহারা অন্ধকার ?