দুনিয়ায় সবাই আজব ক্লান্ত হয়,,
যুদ্ধ ,,তুমি কবে স্বাভাবিক ক্লান্ত হবে?
কেন তুমি সাগরের মধু জল রাশিতে
বিষ ঢেউয়ে ঢেউয়ে জেগো উঠো?
কী তোমার অমৃত লাভ?
তুমি কি দেখেছ কভু,,
ঘর ভেঙ্গে মাঠ হবার কারবালা দৃশ্য?
তুমি কি দেখেছে,,
লাশের উপর লাশ সাজিয়ে
সভ্যতার খাবার টেবিলের
কাটা চামচের কুরবানী বিলাস!
দেখো নিত,,,?
তাহলে দেখ,,,
ওই যে ওরা ,,যারা,,চোখের ভিতর বারুদ ঢুকিয়ে
ইচ্ছে করে অশ্লীল কাঁদে,ছিন্ন ভিন্ন দেহ নিয়ে।
তারা জানে,,,তারা ক্লান্ত।
তারা মরতে মরতে ক্লান্ত।
যাদের হাড়ির ভিতর সর্প গুলি
কাপড়ের জায়গায় পুড়া চামড়া
জুতার বদলে ,,ভাঙ্গা নৌকা পা
তারা জানে,,
তারা এই করতে করতে ,,,,সত্যি ক্লান্ত।
ক্লান্ত তারা অনাহারে,,
ক্লান্ত তারা অভিশপ্ত বাঁচনে।
ক্লান্ত তারা নরক দর্শনে।
ক্লান্ত তারা তাদের কোলে
মৃত শিশুর সকল দেহ।
ক্লান্ত তারা তাদের রক্তের স্তুপে।
ক্লান্ত তারা দেশ ত্যাগে
ক্লান্ত তারা কান্নার জলে
ক্লান্ত তারা সর্বস্ব হারানে
ক্লান্ত তারা ধর্ষিত বদনে
ক্লান্ত তারা বুলেটের গর্জনে
ক্লান্ত তারা বারুদের মহা উত্তানে।
কিন্তু তুমি,,,তুমি কি ক্লান্ত হও?
নাকি পৃথিবীর সকল ঢাকার রাস্তায়
তোমার মহাছায়া দেখে
বাজারে বাজারে,রেস্তোরায় কিবা জীবনে
তুমি হও গর্বিত?
নাকি তুমি নাইজেরিয়ার কলার উদ্যানে পচন
আর রান্না ঘরে মরুর নৃত্য দেখে হও উজ্জীবিত ?
তুমি শান্তি পাও আর্জেন্টিনার বাতির দাম
হোট করে হয়ে গেলে অন্ধকারের সমতুল্য?
তুমি কী বেশ দামী হও,,যুদ্ধ
তুমি কি বেশ দামী হও,,
তোমার সঙ্গী বিহীন জনপদগুলিতে
বেড়ে গেলে বাতাসের দাম,,বাতাসের ময়দানে।?
বেড়ে গেলে জলের দাম,,জলের আয়োজনে?
বেড়ে গেলে মাটির দাম,,,মাটির বুকে
তোমারই ইন্ধনে?
বাহ যুদ্ধ ,,বাহ,,!!
ধন্য তোমার নালা নেশায়,,
ধন্য তোমার মল পেশায়।
তাই জেগে উঠেছে আবার,,,
পথ খোঁজে পথে পথে,, !
জুতার তলায় থাকিবার যার যোগ্যতা
সে বসে গেছ মাথার উপরে?
কংক্রিটের গায়ে লিখে শান্তি
বৃষ্টির মত ঝরে পড়ছ চতুর্দিকে,,?
মহা আনন্দে নেমে গেছে যুদ্ধ,,,,,,সে রাস্তায়
যে রাস্তায় বোম নয়,,খাদ্য করে হাটাহাটি
নানান সস্তায়।
তুমি সেথায় নেমে গিয়েছ
পরনের কাপড় মাথায় বেধে।
নাক বাড়িয়ে সিঁদুর মাখছ,,
মহাবিলাসে
মহা উল্লাসে
মহা রোমাঞ্চ শিরে।।
কেন যুদ্ধ কেন,,?
নিজের জিহবার উপরের রক্তের স্বাদে নয়
জিহবার ভিতরের রক্তের স্পর্শ চিনে বল,,
কেন?কেন নেমেছ আবার তুমি?
বল,,যুদ্ধ বলো,,,
কবে হবে ক্লান্ত তুমি?
কবে?
############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৩/০১/২৪