ওহে শক্তিধর,,মহারাজ
কী হবে এ যুদ্ধ করে?
যদি যুদ্ধ তোমার মেরে ফেলে
বেঁচে থাকার যুদ্ধ
বাঁচিয়ে রাখার যুদ্ধ
সর্বজনে,,সর্বমনে,,মানব কোনে!!
তাহলে ,,এ যুদ্ধ কিসের জন্য?
কিসের জন্য তোমার এই
ফুলের নিচে অস্ত্র খেলা,,গোপন স্বভাবে?
তুমি কি সত্যি মানুষ নাকি যুদ্ধবাজ
এই ভব সংসারে?

তুমি তো ভালো গান করো
নানান মঞ্চে,,নানান ভাষায়,,
মানুষের স্বরে,,চোখের জল নিবারনে!!
তুমি ত ভালো প্লেকার্ড লিখ
নানান পরদেশে,,নানান মানব অধিকারে!!
তাহলে
কিসের জন্য তুমি নরম তুলতুলে
ডিমের উপর বসিয়ে দিচ্ছ পশুর দন্ত?
কিসের জন্য তুমি,,ঘরের বধুর হাতে
মেহেদির রঙের উপর লিখছ,,
রক্ত কথা!!?
কেন?
তুমি কি শান্তি চাও না প্রাণে?
তুমি শান্তি চাও না মনে?
তাহলে কেন তুমি ,,এক  ভঙ্গুর দেয়ালের সাথে
ইট পাটকেলের খেলা খেলছ,,শক্তিধর হস্তে?

নাকি সত্যি তুমি শক্তিধর নও মনে
তুমি খুবই অসহায়,,,খুবই গরীব
আপন অঙ্গনে।
তাই অন্য অঙ্গনে যদি
মানব দেহ না পুড়ে আগুনে।
তোমার অঙ্গনে উনুন জ্বলে না
ক্ষুধা নিবারনে?