আপনার আশে পাশে সাপ থাকলে
সাপের শব্দ শুনতে পাবেন।।
নাসিকা অতি ভালো থাকলে
পাথরের নিচে থাকলেও নাকে
সাপের ঘ্রাণ পাবেন।
অন্ধ থাকলেও অন্ধকারেই বুঝে যাবেন
কোথায় কোন সাপ আছে লুকিয়ে।

যদি আশে পাশে হিংস্র পশুও থাকে
তাহলে আপনিও অন্য মনস্ক হলে
হোট করেই জেনে যেতে পারবেন
ভয়ংকর কোন পশু ঠিক আপনার কাছে।
আর যদি পোকা মাকড়ের বিষাক্ত নগরীতে
আপনি করেন বসবাস।
তাহলে ত কথাই নেই।
সামান্য আলো জ্বাললেই তাদের তরে
জেনে যাবেন কত বিষাক্ত পোকামাকড়
আপনার আবাস বানিয়ে নিয়েছে তাদের নিবাস?

জুতার নিচে যে ময়লা থাকে
তারও স্বপ্নও থাকে আপনার সাথে
আপনারই অন্দরমহলে ঢুকার।
কিন্তু দরজার সামনে আসলেই
পাপোশ জানিয়ে দেয় কত ময়লা মল
এতকাল জড়িয়ে ছিল আপনার পাদুকার।
তখন সবু হয়ে যায় জানাজানি
ধৌতকরণ জলে আশা বিসর্জিত হয়
পাদুকায় লেগে থাকা ধুলি বালির।
যথাস্থানে চলে যায় তারা
যথাযোগ্য সম্মানে।
তবে যে সাপ ঠিক মানুষের মত সারাক্ষণ
যে ধুলি বালি ময়লা অতিশয় নামী দামী
ভোজনের মত বিরাজ করে প্রতিক্ষন।
তাকে আলো দিয়ে যায় না দেখা।
তাকে জ্ঞান দিয়ে যায় না বুঝা।

চিনতে হয় তাকে অন্ধকারে।
সকল মোম নিভিয়ে দিয়ে অমাবস্যায়
সাপ পোকামাকড় মল মূত্র সব
সব চিনিতে  হয় জিন্নাহ চিনিবার লয়ে।
যে লয়ে জিন্নাহ খেলেছিল সাপ খেলা
ভদ্রতার সভ্য পোশাক গায়ে।।