তুমি ঘুমিয়ে আছ?
না না ঘুনিয়েই থাকো।
আর জাগতে হবে না।
তোমার পাশেই এক কুকুরকে
টেনে হিছরে খাচ্ছে তমার পুস্তক হতে বের হওয়া
হায়েনার দল।
তোমার পাহারাদার কুকুরের চিৎকার
তোমার কানে যাচ্ছে না।
যাবে না কোনদিনও।
তোমার বাগানের ফুলের উপর
তোমার মস্তিস্কের বিশ্বাস হতে বের হয়
শকুনের দল
নষ্ট করে দিচ্ছে ।
তুমি বালুর চশমা পরে বসে দোল খাচ্ছ
তোমার আয়োজিত চেয়ারে।
না না তোমাকে চেয়ার থেকে উঠতে হবে না।
ওই দেখ তোমার ঘরের বিড়াল
যা তোমার ঘরের ইদুর ধরে খেত।
তাকে নিয়ে যাচ্ছে টেনে
তোমার মনের বিশ্বাসী প্রেমিক
শিয়াল।
তা তুমি দেখেও দেখছ না
শোনেও শুনছ না।
দুয়ারে ঝুকিয়ে রেখেছ
কোট টাই পরা জিন্নাহের ছবি।
পাশেই লাল কাপড় দিয়ে বেঁধে রেখেছ
দ্বিজাতিতত্ত্ব নামে যে বই।
তার কোন পোশাকই নেই
তোমার চেহারায়
তোমার দেহের পোশাকে!!!
তুমি সভ্য
তুমি আধুনিক
তুমি সুন্দর
তুমি কত না উদার।
অথচ অন্তরে
কেবল এক
মোহাম্মদ আলী জিন্নাহ।
যে বিভাজন ছাড়া আর কিছুই
জানে না!!
জানো কি তুমি অন্য কিছু
কিবা
জানো কি কেবল
তুমি তোমাকে?