( আপনি মনে উদার না হলে এই লিখা পড়বেন না)


এই যে খুবই ভালো মানুষ  হ্যা হ্যা আপনি?
বলুন ত....
এমন দেশ আপনি আমার জন্য কেন চেয়েছিলেন?
মানচিত্র সমান জেলখানা
নদ নদী সম খুনের রক্ত
ধ্বংসযজ্ঞ আর উন্মাদ চাওয়ায়
থর থর করে কাপছে টাকার পাহাড় হতে
ঘর বাড়ির ভিতর লুকিয়ে থাকা রান্নার
হাড়িপাতিল।
আপনি কেন এমন দিন চেয়েছিলেন আমার জন্য।
যেদিনগুলিকে আপনার অসহ্য মনে হত
সেদিনেত পদ্মার উপর সেতু নাঁচত।
আকাশ ধরে রেল উড়ত
মাটির তল দিয়ে মানুষ যেত সুখের উল্লাসে।

ওই দিনে আপনার অসুখ লেগেছিল খুব বেশি
কেন বলুনত
আজকের দিন গুলি দেখি হাসি হাসি??
সবুজ ঘাসের দেশে মরুভূমির বালুদের দু:খ
তার উপর কেন ঘাস জন্মায়?
এই দু:খেই আপনি এতদিন ছিলেন কাতর?
আপনার ঘরের সাপ ইচ্ছমত ছুবল দিতে পারেনি
যাকে তাকে ।
এই মনোবেদনায় এতদিন আপনি ছিলেন নিথর।
অনেক মনভারী ছিল আপনার।
আপনি তাই  সেকেন্ডে সেকেন্ডে হয়েছিলেন প্রতিবাদী।

আজ আপনার প্রতিবাদের ফসল
গিলে খাচ্ছে মানচিত্রের পুরো মাটি।
সেন্টমার্টিনে বসে যাচ্ছে আকাশের শকুনদের রাজধানী।
গলা চেপে ধরছে নাভীশ্বাস
বাঁচার দাবী তুলাই এখন অপরাধ।
পাহারাদারদের খুন আর লাশের গন্ধে রাজসভায়
চলছে বেশ নিরভ ভোজন।
পাখিদের ডান দেওয়া হচ্ছে কেটে।
দিনভর শুধু আগুন আর আগুন।
চারদিকে ছাইয়ের স্তুপ বানাচ্ছে আপনার প্রিয়জন।

আপনার বড় পা ওয়ালারা ইচ্ছে করে
মাটির উপর  বেঁচে থাকা পিপড়েদের দেখে দেখে
করে যাচ্ছে নিধন।
জোর করে বড় কলসীর নিষিদ্ধ জল
মিশিয়ে দিচ্ছে ছোট কলসীর বুকে।
ব্যানার ঝুলিয়ে রাখতে বলছে আপনাদের বিধাতা
সবার গলে গলে।
আমরা নাকি এখন ভালো আছি
তাদের শাসন তলে!!!

যদি না রাখি এমন কিছু গলে
তাহলেই আমি নিষিদ্ধ হয়ে যাচ্ছি
ওরে বর্বরদের উন্মাদ মহলে।
আমাকে টেনে নিয়ে যাচ্ছে শাসক কুমির
আমাকে কামড়ে খাচ্ছে শাসকের পালিত
নতুন পঙ্গপাল বাহিনী।
পুড়িয়ে দিচ্ছে বাড়ি। দখল করে নিচ্ছে জমি
তাড়িয়ে দিচ্ছে আমায়
আমার প্রাণ হতে।

রোজ বানাচ্ছে ওরা নতুন কাহিনী
দেশটাকে রোজ পুড়িবে বলে।
সাহস দেখিয়ে বলে গেছে কাল
আমার আতুর ঘর দিবে পুড়িয়ে
যে নাভী চিহ্ন লেগে আছে আমার দেহে
তাও নাকি তারা দিবে
যে কোন সময় বদলিয়ে।

বলুন ত ভালো মানুষ ওমম দেশপ্রেমিক আপনি?
কেন লাল রক্ত নেশায়
আমার বেঁচে থাকার শ্বাস টুকু এভাবে
বিশ্বাস ভেংগে ভেংগে নিলেন কেড়ে?

############################
রুবেল চন্দ্র দাস
ফ্রান্স