তুমি যদি মনে করো
এক হিন্দু নারীকে ঘরে রেখে
চাদদিকে আগুন জ্বালিয়ে দিলে ,,,
অর্জন হয়
তোমার পশুত্ব অধিকার।

তাহলে মনে রেখো
মাটির নিচে শুয়ে
কিবা আকাশে উড়ে উড়ে
তোমাকে ঘৃণা করার অধিকারই হল
জগতের এক মাত্র
মানবাধিকার ।

যদি মনে করো
মন্দির ভেংগে ছুড়ে ফেলে
তুমি চিনিয়ে দিবে
আসলেই তুমি কী।
বিশ্বাস করো
আমি ঘুমিয়ে ঘুমিয়েই
তোমার এক আঙ্গুল দেখেই
তোমাকে
সিরিয়ার বুকে চিনেছি।

তুমি জন্মভূমিতে এতদিন ছিলে
যে বেশে লুকায়ে
আজ সে বেশ তুমি করেছ বদল।
শিকার করিতে হায়েনা মুখে
তুলে ধরেছ খরগোশ শাবক
মাথার উপরে,
ভীষণ জঙ্গি পণা সুখে।

জ্বালিয়েছ তাই ওই দেবদূত হাসপাতাল
মহা অসুখ বুকে।
খুন করেছ একাত্তর স্টাইলে
ডজন পুলিশে
যেভাবে ট্রেনে তুলে করেছিল কতল
নিরুপায় হিন্দু
তোমার পূর্বজ রাজাকার
অসুর মহিষে।।

তুমি যদি মনে করো
এক হিন্দু নারীকে ঘরে রেখে
চাদদিকে আগুন জ্বালিয়ে দিলে
অর্জন হয় তোমার অধিকার।
তোমাক্ব ঘৃণা করাই জগতের
মানবাধিকার।