আচ্ছা বলুন তো,
এই যে আপনার গোত্রের প্রিয় খাদ্য
আপনার মত করে চাচ্ছেন প্রতি দোকানে
প্রতি কোনে,,,প্রতি ময়দানে!
সেই প্রিয় খাদ্যটি অন্যের মাটির দুয়ারে
ইটের মত কয়লার মত লাগতে পারে!
আপনি যে রসগোল্লা ভেবে দই খান
সেই দই অন্যের কাছে,, পানিও লাগতে পারে।
লাগতে পারে মদের মত খুবই খারাপ
আবার লাগতে পারে সুরার মত খুবই ভালো,
তাই বলে তোমার খাবারই চাইবে কেবল
ওই চৌরাস্তার মোরে চারপায়ের মিলন স্থলে।
কেবল তোমার ঘরই কেন চাইবে বানাতে
সকলের জমির উপরে!!
অন্যের চাওয়ার কি নেই বিন্দু মাত্র অধিকার।
তুমি কেন সর্বখানে থাকতে হবে আলাদা!
তোমার মত করেই কেন চলতে হবে অন্য জীবের?
বলি দিয়ে,,শুদ্ধ হয় না,,শুদ্ধ হয় ধর কেটে
জবাই করা খাবার কেন খাবে বলির দলে?
কসাই যদি এক চাকুতে বলি,জবাই করে নেয়
এক থালায় খাইতে,, তোমার,,
বিশ্বাস বাধা দেয়?