তুমি শুনতে চাইলে,,,
তোমাকে কেউ বলছে রাজাকার
তোমার আকাঙ্ক্ষার আফিম ঘরে।
তুমি শুনলেই তুমি রাজাকার
অঙ্কিত কানের
মানচিত্র ধরে।

নিশব্দ ভুমিতে শুনলে
চলন্ত নদীটা তোমাকে রাজাকার বলে গেছে।
ধীর লয়ে এগিয়ে যাওয়া মেট্রো লাইনটা
তোমাকে রাজাকার বলে বলে যাচ্ছে হেটে।
তুমি আবেগে উল্লাসে ফেটে পড়লে
পূর্ব প্রস্তুতির
রাত জেগে পড়া বইয়ের
লাইন ধরে ধরে।

চিৎকারে কাপন ধরালে
তুমি রাজাকার ,তুমি রাজাকার।
তুমি কেবল তোমার জন্য রাজাকার।

কিন্তু একবারো চেয়ে দেখলে না
তোমার হাতে ধরে রাখা প্লেকার্ড এর উপর
বদলে গেছে তোমার নিজ হস্তে
লিখে আনা অধিকার,,
বদলে গেছে তোমার
উদরের জন্য মস্তিস্কের আকুতি।
বদলে গেছে ভাষা,,অক্ষর আর জ্ঞান।
সংস্কার শব্দের উপর
শকুন হায়েনার দল লিখে দিয়েছে
বাতিল,বাতিল,বাতিল এর অভিযান।

তুমি কাঁপালে মাঠ,,কাঁপালে মাটি
থামিয়ে দিলে সকল শহর গ্রামের বাতি।
টিভির পর্দার সামনে নিয়ে আসলে
সকলকে ধরে ধরে,,।
তুমি তোমার কথা বলতে চাও
অধিকার অধিকার এর মুকুট পরে।

অধিকার তোমার
সংস্কার থেকে বাতিল শব্দে
নৃত্য করতে হবে সকলকে।
অধিকার তোমার,,,তুমি যা খুশি তাই করবে
পতাকার রঙ এনে দেওয়া কারিগরের সাথে।
অধিকার তোমার তুমি আগুন জ্বালাবে
যেখানে খুশি সেখানে
অধিকার তোমার দালানের উপর থেকে
ফেলে দিবে তাদেরকে,,
যাদের তুমি পাও না তোমার সাথে।
অধিকার তোমার কেবল কান্নার
কেবল দু:খ তোমার
কেবল শোক তোমার
কেবল সুখের সন্ধান তোমার।
তাই বাতিল করতেই হবে কোটা
নারী থেকে পঙ্গু কিবা মুক্তিযোদ্ধার শ্রদ্ধাতে।

আর যদি তা না হয়,,
তাহলে তুমি ছাড়া সকলেই খারাপ
তোমারই ঘরে।

তুমি চাও না  যে নীতি তোমার ময়দানে,,
নিজেই করছ তার হাল চাষ
অন্যের লাঙ্গল দিয়ে।
অন্যের জন্য তুমি এখন বদলি খেলছ
বদলি অস্ত্র নিয়ে।।
তুমি অদৃশ্য প্রেমিকের জন্য ,স্বামীর মৃত্যু
করছ কামনা
নানান নানান রূপে।

তাই ত তুমি ,,
তোমা হতে তোমাকেই চাচ্ছ বাতিল
জ্ঞানে অজ্ঞানে।
তুমি শাড়ি পরে শাড়ি পুড়াও
পতাকা মাথায় বেধে ,,,পতাকা পুড়াও
মহা উন্মাদে।

এ তোমার অধিকার কেবল অধিকার
নিয়ে খাবার,,তোমার মুখ গহবরে
ঢেলে দিতে অন্যের উদরে।

####################

( যারা বাতিল চায় তাদের জন্যে)