একদিন তার সাথে হয়ত আবার দেখা হবে,,
আবার সেদিনের মতই বৃষ্টি ঝরবে,,
বনফুল নামের মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির দাম হয়ত
থাকবে একেবারেই আকাশ ছোয়া,,,
বাজারের সবচেয়ে পুরুনো দোকানটা হয়ত
ততদিনে চেনা যাবে না,,,
রঙ বদল করে করে গারিয়ে ফেলবে নিজস্বতা,,
যে পরিচিত স্থানগুলি ছিলো একসময় আড্ডার মেলা
সেখানেও হয়ত থাকবে বেশ নীরবতা,,,।
তবু বিশ্বাস করি,, আবার দেখা হবে তার সাথে
তার ঠোটের চামড়ার নিচে লেগে থাকবে আমার ঠোট,,
ভেতরে তার থাকবে প্রেমের জন্য সেদিনের আমার কথা,,,
তার হাতের ছাতার ছায়ার নিচেও লিখা থাকবে
হয়ত আমার নাম।
কিন্তু আমি,, সেদিনের সেই রাস্তাটির উপর
ছিড়ে ফেলে দেওয়া প্রেমের চিঠি খানি
তখনো হাতে নিয়ে কি,, খুঁজে পাব আমাকে?
নাকি আমার ভেতর হতে হারিয়ে যাওয়া আমির সন্ধানে,,
জিজ্ঞাসা করব তাকেই,
হ্যাগো হ্যা,,,তুমি কি আমাকে দেখেছ কোনখানে?
দেখলে,, দেখলে,,ফিরিয়ে দিবে কি আমাকে?
হয়ত আবার দেখা হবে তার সাথে,,
গল্পের অন্তরালে সমাহিত নায়ককে,,
দ্বিতীয়বার সমাহিত করার নাটকে!!!