দেশটাকে ওরা ধ্বংস করেছে
সঙ্গে ছিলে তুমি!!
ওরা মুজিবের ভাস্কর্য ভেঙ্গে
পাথর ভাঙ্গেনি।
ভেঙ্গেছে জন্মভূমি।।

দেশটাকে ওরা ধ্বংস করেছে
ধ্বংস করেছে অক্সিজেনের
সকল ঝুমঝুমি।।
হাসি হতে কেড়ে নিয়েছে সুখ
চন্দ্র হতে আলো।
সূর্যের গায়ে বসিয়ে দিয়ে টিপ
যাচ্ছে বলে
সূর্য নাকি কালো।

ওরা পথ হতে সরিয়ে নিয়েছে মাটি
যানবাহন হতে চাকা
গাছের পাতায় লাগিয়ে দিয়ে আগুন
বাতাস ছড়াচ্ছে আকাবাকা।
শহর ভরে দালান ভেঙ্গে
বাড়াচ্ছে কবরস্থান।
কানন স্থলে সাপ ছেড়ে
নিজেই সেজেছে ওঝা
ধনন্তরী মহান।

ওরা চোখের উপর লাগাচ্ছে ধোয়া
ধোয়ার উপর বানিয়ে বসতবাড়ি।
কুয়াশায় কুয়াশায় ঢেকে দিয়েছে
সকল স্বপ্ন
আশার সুতো নিয়ে সবলে ছিড়ি।
ওরা রাস্তার পাশের সকল বাতিতে
বসিয়ে দিয়েছে ভাঙ্গা হাড়িকেন।
ঘর থেকে বের হলেই
মরণের সুবাস সবাই
জেনে যাবেন।

জমির বুকে চাষ করেছে আগাছা
মুরগীর খামারে পালছে শিয়াল ছানা।
হেডমাস্টার মশাইয়ের চেয়ারে
বসিয়েছে
চিরন্তন দুধের শিশু।
যার মুখ দেখে দাঁত
কভু গজায় না।

লাঙ্গল দিয়েছে বেধে ব্যাঙের কাধে
বড়শি নিয়ে দাঁড়িয়েছে শকুন
মহা ফেরেস্তা হয়ে আড়ালে আবডালে।
ছলনা করে ছিড়ে দিয়েছে মোদের পতাকা
নানান ডিজাইন ভরা ছলে।
দেশটাকে ওরা ধ্বংস করেছে
পরের প্রেমের পরকিয়ায়
নিজ হাতে  পরের শক্তিবলে।।

লক্ষ্মীর আসন হতে সরায়ে লক্ষ্মী
পেঁচাকে বসিয়েছে লক্ষ্মীর আসনে
লক্ষ্মীর মুকুট তলে।।।

###################
রুবেল চন্দ্র দাস
প্যারিস