তুমি ফুল তলায় থেকে যদি,,ফুলের কথা বলো,
তাহলে তোমার জন্যে রেখে দিলাম জল,,
তুমি বেল তলায় থেকে যদি বেলের কথা বলো
তাহলেও তোমার জন্যে রেখে দিলাম জল,,
কিন্তু তুমি বেল তলার লোক হয়ে যদি
ফুল তলায় আশ্রয় নিয়ে,,
ফুলের কথা বলতে বলতে বের করে ফেল,,
তোমার নখ,, চোখে,,,গোপন করা লিঙ্গ,,।
কিবা তুমি শত্রুর দিকে তীর ছুড়তে গিয়ে,,
তীরে ,বিদ্ধ করো আপন মন্দিরের আপন প্রতিমা
তাহলে তোমার জন্য রেখে দিলাম
বিল্ব পত্র হতে,,একগুচ্ছ কাটা,,।
যজ্ঞের ভুমি হতে,, ছাই রেখে দিলাম
তোমার জন্য কেবল তোমার জন্য
মহাপ্রসাদ করে,,।
তুমি যতই ভালো মন্ত্র উচ্চারণ করো,,ব্রাহ্মন বেশে
ততই তোমার জন্য থু থু রেখে দিলাম,,দক্ষিণার তরে।
যদিও তুমি হোলির দিনে গায়ে রঙ মেখে
ঢেকে নিয়েছিলে তোমার গায়ের অসুরীয় লোম,,
তুমি চশমা চোখে লুকিয়ে রাখতে পেরেছিলে
তোমার চোখের প্রসাব ময়লা,,।
কিন্তু সেই ময়লা দিয়ে যদি,,, ঢাকতে চাও দুনিয়া
ঢাকতে চাও তোমার আকাশের আয়তন
তাহলে তোমার জন্য,,দেবতার কাছে,,অমৃত নয়
বিষই প্রার্থনা করব,,তোমার ভালো বেশের
ভালো প্রতিবেশি হয়ে,,,
ওই একই আকাশের তলে।
মাটির রস খেয়ে যদি,,
মদের বমি করো,,মাটির উপরে,,।।
তাহলে তোমার জন্য,, ফসল নয়,
বরং কবরই চাইব মাটির কাছে,,
মাটির,,, সন্তান হয়ে।
#############
রুবেল চন্দ্র দাস