একটু করে হলেও ,, বুঝতে পারছি
না না বেশ ভালো করেই বুঝতে পারছি,,
সামনে খুব অন্ধকার,,,।
এ অন্ধকার নিজে হেটে যে আসছে
তা কিন্তু নয়,,
বরং আমরাই কান্না কাটি করে,,হাতে পায়ে ধরে
ভালোবেসে তাকে নিয়ে আসছি,,।
এই যে দেখ, দেখ,,যে কলি এখনো গাছের ডালে
কচি পাতার তালে তালে ঝুলছে,,
ওই যে হাসের বাঁচ্চা এখনো ডিমের খোলসের পাশে
মায়ের বুকের তা নিচ্ছে,,
তাদেরকে বলে দিয়েছি,,জানিয়ে দিয়েছি,,
বেশ অহংকারের সাথেই জানিয়ে দিয়েছি
সূর্যের আলো,,,,অন্ধকারের শত্রু,,।
তাকে জানিয়ে দিয়েছি মোমের আলো
অত্যন্ত জঘন্য ও ভয়ংকর,,।
তাকে শিখিয়েছি,,,
সমস্ত আলোর জন্ম এই অন্ধকার থেকেই,,
তাকে বিশ্বাস করিয়েছি,,অন্ধকারই সব
অন্ধকারই শক্তিদাতা,,অন্ধকারই আমাদের ত্রাতা।
আর কিছু পারি আর নাই পারি,,
মস্তিস্কের সমস্ত কোষ,,আলোর বিদ্বেষী করে
কলির বুকে বিষ ঢেলে দিয়েছি।
যে বাছুড় কাল ষাড় হবে,,তার চোখে
লাল কাপড় বেঁধে দিয়েছি,,
তাকে ভালো করে বুঝিয়েছি,,
অন্ধকার হলেই রাত হয়,,
রাত হলেই ঘুম হয়,,
ঘুম হলেই অন্ধকার হয়!!!
নতুবা জাগ্রত পৃথিবীতে,,, আলোয়,,
সূর্যের জলন্ত আগুনে,, কেবল জ্বলন হয়।
অন্ধকারের জ্বলন হয়।
যে জ্বলন সইবে না নব কিশলয়
সইবে না নব দুর্বা
সইবে না নব পাথর
সইবে না নব জল
সইবে না নব উন্মাদ
সইবে না কেউ,,সইবে না কেউ।।