যে গরু হেটে নয় ,অন্ধকারে
অন্যের মাথায় বসে আসে
মুখ খানা তার সবুজ পলিথিনে বেঁধে
তাকে খাওয়া কী হালাল হবে হ্যা নগরী?

তার মাংস থালায় নিয়ে মোবাইল বাটন
ভালো করে টিপে টিপে
লিখা কি যাবে
বয়কট হ্যা ভারত ,,এখনি?

যে গরু সীমান্ত পাড় হতে হতে
একবারো বলতে পারে নি ,,হাম্বা হাম্বা।
সে কী থালায় ভাতের সাথে তরকারি হয়ে
ডাকতে পারবে একটু,,মানুষের সুরে?
বলতে কি পারবে?
কোথায় হ্যা মানুষ
কোথায় হ্যা তোমরা?

যদি মাংস হতে গরু আওয়াজ করে বলে
আমাকে চুরি করে নিয়ে এসেছে ওরা
আমি মাঠে ঘাস খাচ্ছিলাম
আমাকে পাচার করেছে ওই ওরা।
বেশ্যালয়ে পাচার হওয়া নারীর মাংস যারা খায়
সেই একই মাংস তোমরাও খাচ্ছ একই দন্তে!!
কেন ,,কেন হ্যা মানুষ?

আমরা গরু,,তাই বলে?
আর তোমরা মানুষ তাই জেনে?
নাকি কথাটা উল্টে গেছে তোমাদের বিবেক ঘরে
স্বার্থ আর আগ্রাসনের হাত ধরে?

##################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১০/০৬/২৪