মানচিত্র বদলের প্রতিযোগিতায় মেতেছে বিশ্ব।
এ খেলা খুবই চেনা জানা
আবার খুবই অপরিচিত।
মাতব্বর যেভাবে দখল করে নেয়
পূর্ব পাশ
আরেক মাতব্বরকে দিয়ে দিয়ে পশ্চিম।
মোড়ল যেভাবে দখল করে দক্ষিন
অন্য মোড়লকে দিয়ে দিয়ে উত্তর।
ঠিক সেভাবে.. চলছে এক ভীষণ খেলা।
এ খেলায় কে যে হারবে আর কে যে জিতবে
তা কেউ জানে না।
জানে কেবল তারা।
যারা খেলে কিবা খেলাচ্ছে।
শান্ত হাড়ির ভিতরটাও হুটহাট করে
যেকোন সময় হয়ে যেতে পারে গরম।
কথা নেই বার্তা নেই
সব বরফ গলে নেমে আসতে পারে সমতলে।
কোন কারন ছাড়াই ভূমিকম্পে
জেগে যেতে পারে চর যেকোন সাগরে।
নদীর জল নদী ছেড়ে এসে
বন্যায় ভাসিয়ে দিতে পারে
যে কারো পাকা জমি।
শুধু কি তাই
ঝাড়ুর গায়ে লেগে থাকা ময়লা
দখল করে নিতে পারে ঝাড়ুটা।
যে ঝাড়ু দিয়ে এতদিন
আঘাত করতে চেয়েছ
বাড়ির পাশে পাহাড়কে।
অবহেলায় রেখেছ তারে
অবজ্ঞায় আর ঘৃণায়
হাত বাড়িয়ে সে পাহাড়ও তোমায়
নিয়ে নিতে পারে তার আয়তনে।
মানচিত্র বদল হয়ে যেতে পারে যেকোন সময়
যে কোন কারনে।
তোমার মাথায় বসে কে যে কার পুতুল
করে যাচ্ছে খেলা
তা কেবল
পুতুলই জানে!!
মানচিত্রটা বদলে যেতেই পারে!!
##########################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২/০৪/২৫