এ মড়ার মিছিলে আপনিও সনাক্ত হতে পারেন।
আপনার প্যান্ট শার্ট,, হোট করে হয়ে যেতে পারে বদল,,
আপনার গায়ের উপরেই।
আপনার পরিচিতি এক সেকেন্ডেই হয়ে যেতে পারে ভিন্ন
আপনার বানানো ঘর,, উঠান,,দেয়াল সব সব
হয়ে যেতে পারে আপনার জন্যই অপরিচিত।
আপনাকে দেখে বা ভেবে ভয়ে কেঁদে উঠতে পারে
আপনারই প্রিয়তমা।,,
তারপরেও এই মড়ার মিছিলে লাল,কালো, সাদা এর
ব্যবধান খোঁজতেই আপনি মগ্ন হচ্ছেন,
আপনি ব্যবধান করছেন,,বিশ্বাস আর অবিশ্বাসের বিচারে?
অন্যের চোখের জলের মধ্যে চিনে নিচ্ছেন আপনার বিজয়,,
অন্যের ঘরের রোদনের মাঝে,,আপনি দেখে নিচ্ছেন
প্রতিশোধ,,
কেন?
এমন মহাকালের সার্বজনীন মৃত্যু কি আপনাকে করেছে আলিঙ্গন,,,আপনার দেহের মৃত্যুর অনেক আগেই?
আপনি কি বেঁচে আছেন? এখন?
আপনি কি শ্বাস নিচ্ছেন এখনো,
তাহলে আসুন শ্বাস হারানো প্রাণকে শ্বাস দেই,,বুক ভরে।
স্বামীর মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেওয়া নারীর প্রয়াসকে প্রণাম করি,,দেবীর আসনে বসিয়ে।
আর উন্মুক্ত চিত্তে ভালবেসে বলি সর্বজনে,,
মৃত্যু দূরে থাক,, থাক দূরে,,,অলীক অঙ্গনে।।