ওরা  .. ...ওই যে মূর্খের শাবক
আর তাদের
বৃদ্ধ ধৃতরাষ্ট্র এর ধৃষ্টতা  শেষ করে দিবে...
একেবারেই শেষ করে দিবে আমাদের।
আমাদের সবুজ ধানক্ষেত কেটে নিয়ে
চারদিকে ধু ধু মরুভূমি বানিয়ে দিবে ওরা।
আমাদের চারপাশে যত গাছ পালা আছে
সব গাছের পাতা নিবে ওরা ছিড়ে।
ডালে ডাকে ফুলের বদলে
ঝুলিয়ে রেখে দিবে সাপ জোক ব্যাঙ।

ওরা আমাদের সত্যি সব কিছু
শেষ করেই দিবে।
আমাদের মাটিতে যে রস আছে
সব রস তারা আগুন দিয়ে পুড়ায়ে
শ্মশানের ছাই বানিয়ে রেখে দিবে।
আমাদের যে পাখি আছে
যারা রোজ গান শোনায় ভোরের।
তাদের কন্ঠে ওরা কেটে ফেলে দিবে।
যে পথ গুকি আছে আমাদের বাড়ির আশে পাশে
সন পথে ওরা ঘাস বাড়িয়ে জঙ্গল বানিয়ে
মহা গহীন অরণ্যে নিয়ে যাবে আমাদের।

আমাদের কোন আয়নাই ওরা
রাখবে না আস্ত।
সব খানে ওরা এঁকে রেখে দিবে
ওদের মুখ।
আয়নার উপর ওদের মুখ।
জলাশয়ে আর কোন জল থাকবে না
এমনকি সবজি বাগানে যে সবজি ফলে
সেথায় সবজির বদলে ফলবে নানান বিষ।
ফুলের বুকে কেবল মাকড়সার থাকবে
থাকবে না কোন মৌমাছি ।

বিশ্বাস করো এরা শেষ করেই দিবে আমাদের।
আমাদের গ্রন্থাগারে ওদের মল মূত্র ছাড়া
আমাদের কোন বই থাকবে না।
দোকানে হাটে ঘাটে ওদের বয়ান ছাড়া
বেঁচে থাকার কোন পণ্যই থাকবে না।
গায়ের উপর যে আমাদের কাপড়
তার রঙও থাকবে না আমাদের মনের মত।
আমাদের পায়ের জুতোটাও থাকবে
ওদের পায়ের।
আমাদের ঘরে তোতা ময়না
কথা বলবে ওদের স্বরে।
আমাদের  উনুনটাও থাকবে ওদের জন্য
আমাদের থালাটাও ওরা নিবে কেড়ে
ওদের থু থু ফেলার জন্য।
আমাদের ছাগল এর স্ত্রীর ঘরে জন্ম নিবে
কেবল হায়েনা আর শকুনের বাচ্চা।

আমাদের কোন স্বপ্ন থাকবে না
কোন আলোই আসবে না আমাদের ঘরে
চাঁদ ছুয়ে ছুয়ে।
নাকের উপর যে বাতাস তাও
হুজুর হুজুর করে পায়ে পড়ে থাকবে তাদের।
আমাদের মরে যাবার দিশা ছাড়া
বেঁচে থাকবার কোন থাকবেই না আশা।
আমাদের প্রেমিকা হবে ওদের
ঠোটে ঠোট রাখার বস্তু।
আমাদের বাসর হবে
ওদের ইচ্ছে শখের আসর।
আমাদের জন্মই হবে ওদের নেশার সাগরে
বিলিয়ে যাবার
উশ্চিষ্ট সায়র।।