রাত পোহালেই যে সূর্যটাকে,, দেখব
আমাদের দুয়ারের,, ঠিক চৌকাঠের উপর,
আজ তার বয়স পঞ্চাশ,,,
বয়সের সিড়ি ধরে,, পঞ্চাশ বার তার
হয়ছে বসন্ত দেখা,,,পঞ্চাশ বার হয়েছে তার বর্ষা দেখা,,
দেখা হয়েছে চৈত্রের সাথে,,
দেখা হয়েছে বৈশাখের সাথে,,
দেখাটা হয়েছে শীতের মাঠে,, প্রচন্ড গরমে
সবুজ পাতার নিচে,,,লুকায়িত কোটি মুকুলের সাথে,,
দেখা হয়েছে নানান আশায়,,নানান ভরসায়
নানান স্বপ্নে,, নানান যাপিত গল্পে,,।

কখনো সে গল্পে লিখা হয়েছে,, বেদনার পথ
আবার কখনো,,চোখের জল মুছে,
চোখ উঠে দাড়িয়েছে রক্তিম পথে,,।
বলেছে কথা,,,স্লোগানে,ভাষণে,,শাসনে,,, ভীষণে
ছিনিয়ে এনেছে আপনার পায়ের নিচে,, আপনার মাটি
উর্ধ্ব শ্বাসে দৌড়িয়েছে ক্ষুধার বিরুদ্ধে
অন্নের আয়োজনে
দৌড়েছে মঙ্গলের পথে শনির বুকে পা দিয়ে,
দৌড়েছে মাটির দেয়াল ভেঙ্গে,, ইটের দেয়াল স্থাপনে,,
নড়েছে জলের বুকে,,,স্থলের সন্ধানে
নড়েছে বায়ুর বুকে,,স্নায়ুর শক্তি রোপনে,,
কখনো হয়েছে সফল,,,আবার কখনো হেরেছে
স্বাভাবিক নিয়মে।
কিন্তু দমে যায়নি সে,,বসে থাকে নি সে,,
বুকের ভেতর অজস্র কুকুর শিয়ালের
আঘাতচিহ্নের উপর দাঁড়িয়েই
গর্জে উঠেছে সত্যিকারের বাঘের মত।
ক্ষেপে উঠেছে,,প্রলয়ের মত,,,সাগর মন্থনে।।
নিজের বুক হতে,, উঠে আসা বিষ,,
নিজেই করেছে পান
নিজেই হয়েছে নীলকন্ঠ বারংবার,,।
তবু সবুজ ঘাসের উপর
রক্তে রঞ্জিত,,, ঠগবগে স্বাধীন সূর্যটা,,
মেনে নেয়নি,,পরাধীনতার।
মেনে নেয়নি,,,,ধর্মান্ধ বক তপস্বী,, ধর্মান্ধ ভেজা বিড়াল
মেনে নেয়নি,, পলিমাটির উপর,, বালুর আগ্রাসী সংহার।
কিন্তু মেনে নিতে হয়েছে,,,আপন বুকে
আপনার সাথে যুদ্ধের,, অনিঃশেষ সম্ভার।

সূর্যটার আজ পঞ্চাশ বছর,,
অর্ধ্ব পথে,, পূর্ণ অহংকার।

######################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৬/০৩/২১