পৃথ্বী হতে মম চলেছি কৃষ্ণগহব্বরে
ঊর্ধে হতে নিচে অন্ধকার অতলে ।
দিব্য আলোক রশ্মি বিধে না প্রাণে
কৃষ্ণতায় ভরে গেছে হৃদয় যবে ।
সায়রে পতিত যেবা পিঁপড়ার দল
বাঁচিবার লাগি করে বৃথা টলমল ।
কুয়ার ভিতরে যেথা অসহায় প্রাণ
সতত প্রতিক্ষা রবে মৃত্যু আগুয়ান ।
ধনুক নিঃসৃত ছুটে চলে যে বান
ফিরে নাকো পুনর্বার জীবন-সমান ।
জন্মলগ্ন হতে কৈশোর মৃত্যু-অবধি
মনুষ্য করে পাপ সাগর সমরূপী ।
পশ্চাতে দেখে যবে চায় ফিরিতে আলোয়
অতলে তলিতে থাকে গহব্বর-কালোয় ।
পুর্ণ্যই সদা পুর্ণ্য আনে, পাপে কৃষ্ণমন
কৃষ্ণগহব্বরে যবে মম পড়েছে জীবন
স্বর্গীয় আলো তাই নিভে, প্রতি ক্ষণে ক্ষণ ।
রচনাকাল-- ০৮-১১-১৭ ,,রাত্রি --২.৩০