ক্ষেতের জমি বিঘা শতেক, গোয়াল ভরা গরু অনেক
থাকবি মা তুই দুধে ভাতে,
নাও আছে তার তিন খানা, একটা আবার ময়ূরপঙ্খী
জমিদার, সন্দেহ নাই তাতে।
এক সতিনের তর রঙ ময়লা,আরেকটা তো বুড়িয়ে গ্যাছে
জামাইয়ের আদর পাবি,
বলছে,বড়টারে বিশ্বাস নাই, ছোটটা দেয় সব বাপের বাড়ি
তরেই দিবো ঘরের চাবি।
সৌদি গেলো এইতো সেদিন,বিয়ের বাজার করছে সেথায়
সোনা দানায় ভরিয়ে দিবে,
তুই শুধু হ্যা বলরে মা,দিন তারিখ ঠিক করাই আছে
শুক্রবারে উঠিয়ে নিবে।
বাবা, মাছের মাথাটা নাও
ডাল কি আরেকটু নেবে?
জমিদাররে পাইলে কইয়ো
আমার ওজন সমান সোনা দিবে?