শাঁখের করাত... একবার সামনে একবার পেছনে;
আগে-পিছে করতে করতে বন উজাড়।

নটী বিনোদিনীর মতো কোমর দুলাইয়া...
নাচতে গেলে কি ক্যাচ ক্যাচ আওয়াজ হয়?
তাহলে রথের কামাইর দিন শেষ,
হৃত যৌবন আর ফিরে আসেনা।

রাত্তিরে সব ফুল কালো লাগে!
যাকে দেখো তাকেই তোমার ভালো লাগে?

এক ফাইল বটিকা আনতে-
গোপিনাথ কঁবিরাজের কাছে যাইতে,
রিক্সায় উঠে দেখি চালকের পিঠে টি-শার্টে লেখা...
"রোদ অথবা বৃষ্টি না থাকলে রিক্সার হোড তোলা নিষেধ"।

অসফল পারমানবিক পরিক্ষার কষ্টের চাইতে-
ঘুড়ি ছেঁড়ার কষ্ট বেশী।