এখানে বাতাস থমকে দাঁড়ায় মৌসুমি আবহাওয়া
পাহাড়ি পথের কুঁচকে যাওয়া অজানা আলিঙ্গনে
রাজ্যবাদের ফানুস শক্তি বিত্ত বিলাসে ভাসা
রেশমি আঁচল মশারি বিহীন লঙ্গর মাদ্রাসা;
সভ্য হৃদয় সবুজ মাঠের মায়াময় মাস্তুলে
গরীব বাচ্চা বস্তিবাসীর নোংরা রাস্তা ভুলে
ক্যারিয়ার খুঁজে রক্তলোলুপ পাশ্চাত্যের বানী
নাইটক্লাবের উদার বাদে ঝলমলে হাতছানি;
বিস্ময়ে চোখ সুপারসনিক লম্বা উড়াল সেতু
মেট্রো রেলের চকচকে লাল তরমুজ ধূমকেতু
ইংরেজী আর বাংলা শব্দে উপদেশ বানী তার
খুঁজে নেয় নিশি নির্ঘুম রাতে একান্তে সংসার
নাঙ্গা টোকাই জীবন যুদ্ধে পরাজিত ডাস্টবিন
ক্ষুধার রাজ্যে সংবিধানের পাতা শিরোনামহীন।
(বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৯ চৈত্র ১৪২৮, ১৯ শাবান ১৪৪৩ হিজরী)