চারিদিকে এত পানি এত গান অনুরাগে অভিমান
তবুও তৃষ্ণা মিটে না
সুউচ্চ পাহাড় তরুলতা চিত্রে বিশাল মরুভূমি
তবুও তৃষ্ণা মিটে না
সন্তান পরিবার সাজানো রকমারি সু সাধু খাবার
তবুও তৃষ্ণা মিটে না
উজ্জ্বল পোশাক রূপী রাঙানো চকচকে প্রসাধনী
তবুও তৃষ্ণা মিটে না
নামকরা দিগ্বিজয়ী সনদ মারহাবা সারা জনপদ
তবুও তৃষ্ণা মিটে না
থরে থরে সাজানো অর্থ কড়ি স্তূপ রাখা সোনারভরী
তবুও তৃষ্ণা মিটে না
পেশী বহুল দেহ পুরুষালী অপ্সরা রূপী কোমল নারী
তবুও তৃষ্ণা মিটে না
রাষ্ট্র ক্ষমতা মারি যাকে খুশি বোমা গুলি ঘুষি
তবুও তৃষ্ণা মিটে না
দখল করি দেশ সুন্দরী নারী হোক যত আহাজারি
তবুও তৃষ্ণা মিটে না
আমি রাক্ষস আমি খাদক বিশাল বপু সর্বগ্রাসী
একবারে নয় ভিন্ন রূপে কর খাজনা রাশিরাশি
আমি অহংকারী বিশ্ব ব্যবস্থা রক্তপিপাসু আধুনিক
মহাকাশযান বিজ্ঞান ধূর্ত অতিশয় বোমা আণবিক
পিপাসা মেটাবো সবুজ পৃথিবী বিকৃত করে নির্জীব
একচোখা যুদ্ধ শক্তি আমি শূন্য সত্তা আধ্যাত্মিক।।
(মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯, ১২ ভাদ্র ১৪২৬, ২৫ জিলহজ ১৪৪০)