ব্যস্ত শহর যুগল নদীর জলধারা পাশাপাশি
অমর মিলন দূর মোহনায় বালুচর ভালোবাসি
পুনরাগমন রিক্ত স্মরণে অন্তে প্রতিধ্বনি
বিশাল প্রান্তে গৃহহীন স্মৃতি নীরব চোখের মনি;
প্রবাহিত শত যুগান্তরের অনুরাগ আঙিনায়
নদী সংগম চিত্রে গোধূলি অনন্ত অজানায়
অম্বর নীল আয়না সুনীল মনোরম ঝর্ণায়
দুরন্ত রূপ নিথর শান্ত জলধারা বন্যায়
অস্তে অমর রক্তিম চিল ইস্পাত গালিচায়
স্বর্গীয় ঘ্রাণে মুক্ত বাতাস বেলা অববাহিকায়
আঁখির ব্যক্ত পটভূমি কথা নির্মল জানালায়
বিমূর্ত লাল অশ্রু নয়ন কৃষ্ণ অন্তরায়;
এখনো প্রতি সন্ধ্যায় হাসে গোধূলির রঙতুলি
বিদায় মিথুন নীল আকাশে শরতের ফুলঝুরি
শহর মেতেছে পণ্য চমক কেনাবেচা উৎসবে
অস্তমিত গোধূলি আর পাখিদের কলরবে।।।
(শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭, ০৮ সফর ১৪৪২ হিজরী)