সেই চোখে চেয়েছে আকাশে গোধূলি যখন
হেরেছে নিজের কাছে হারিয়েছে মন
দৃষ্টির গভীরতা নীল সাগরের মত
যত খুশি হারিয়েছে তত
দুচোখের দেখা পায়নি ফিরে পথের নাগাল।
সুদূর দিগন্তে ভেসে উঠা অদৃশ্য সিক্ত প্রান
নিশ্চুপ প্রকৃতি গেঁথেছে হৃদয়ের অভিমান
মৃদু নিঃশ্বাস দৃষ্টি ছোঁয়া সেই চোখে উপহার
আঁধার আড়ালে পাখির ডাকাডাকি কলতান
সন্ধ্যা কালো চাদরে ঢাকা দুটি চোখ অবিরাম।
শ্রাবণের নীল আকাশ চাঁদোয়ায় তারি অঞ্জলি
বাতাসের ভেজা চোখে আঁকা একরাশ ফুলকুঁড়ি
তুলনাহীন দুটি হাতে রজনীগন্ধার মিষ্টি ঘ্রাণ
কখনো দেখেনি নদীর মোহনায় কালো জল
অজানা স্বর্গ বৃত্তে হাওয়ায় ভাসে নীল আঁচল।
স্মরণের ক্যানভাসে আঁকা সূর্যাস্তের গোধূলি
তারার আকাশ কাঁদায় বিদায়ের রং তুলি
নদীর কালো জল নিঃসঙ্গ মোহনায় বিশ্রাম
অতুলনীয় হাতে স্বর্গীয় অনাবিল মিষ্টি ঘ্রাণ
সাঁঝের কৃষ্ণ চাদরে ঢাকা দুটি চোখ অবিরাম।
(বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭, ২১ জিলহজ ১৪৪১)