একাকী পথিক দিগন্ত ভূমি অসীম পারাবার
ঘনঘটা মেঘ কাল বৈশাখী অশান্ত দুর্বার
পথের প্রান্ত দীপ্ত প্রদীপ সোনালি কুঁড়ের ঘর
এক মুঠো প্রেম ভালবাসা ছায়া মমতা অধীশ্বর
মায়াময় হাতে আলোকিত চোখে উচ্ছল হাসি প্রাণ
ভাবনায় ছিল হৃদয় জড়াবে তৃষ্ণার্ত আহ্বান।
এ সবই এখন স্বপ্ন মাখা পাথর দীর্ঘশ্বাস
সূর্য অস্ত চাঁদের রূপালি মরীচিকা ক্যানভাস
রক্ত রবি দিগন্ত ভূমি পানির অমিয় ধারা
মিথ্যে মায়ার এই পৃথিবী মৃত্যু সর্বহারা।
(শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬, ১৫ জিলকদ ১৪৪০)