তুমি ছিলে একা পথে আঁধারের ছায়াপথে
ছায়াগুলো সরে যায় দুপুরের বন্যাতে
একই দিন সন্ধ্যায় রাত জাগা রয়ে যায়
তবু চলি চেনা পথে সেই পথে যদি আসে
সেই আসা যেন হয় স্মৃতি মাখা জ্যোৎস্নায়
আঁধারের তূলি হাতে খুঁজে তার অধ্যায়
সাদা ভোর পূর্ণিমা কার্নিশে রাঙা দিন
ক্যানভাসে গোধূলির ছায়া হয়ে আফরিন;
শরতের পথ চলা অনুরাগে মতিঝিল
চুলে আঁকা আলপনা চেয়ে থাকা গাঙচিল
আমি যদি নদী হই কাশফুলে তুমি নীল
শুকতারা দুই চোখে নির্মল অশ্রুতে
নদী নালা নির্ঝরে ঢেউ খেলে এই দিন
বিষণ্ণ বৈশাখে ছায়া হয়ে আফরিন;
কেটে গেছে রাজপথে মরীচিকা উন্নতি
লাল রঙ নীলাচল মিশ্রণে প্রজাপতি
সূর্যের খরতাপে প্রশান্ত অনুভূতি
আলোঘর আয়নাতে ডোরাকাটা পাখামেলে
তুমি ছিলে এ শহরে ফাল্গুনে কোনদিন
নবান্ন উৎসবে ছায়া হয়ে আফরিন;
ষড়্ঋতু রাঙা বেশে দিন আসে অবশেষে
ঝরাপাতা চিম্বুকে লাল হয় ফুল থেকে
মেঠো পথে মিহি সূর ধানসিঁড়ি সীমানায়
সেই রঙে অনুকূল বসন্তে এঁকেবেঁকে
মেহেদি তোমার হাতে লুকিয়েছে লজ্জায়
অনাবিল কথাগুলো কবিতাতে রয়ে যায়
জেনে গেছে অনুমান নিসর্গে শেষ দিন
এই নদী এ শহরে আসবেনা কোনদিন।।
(রোববার, ২৩ মে ২০২১, ০৯ জৈ্ষ্ঠ ১৪২৮, ১০ শাওয়াল ১৪৪২ হিজরী)