পড়ালেখা ইস্কুল
সাগর সীমানা ভুল
রাত্রে আতসবাজি
জনসভা ভণ্ডুল;
কাঁঠাল বাগান চাঁপা
গন্ধে বেলুন ফাঁপা
গরম পানির লেন
দাদার সামনে কাঁপা;
বিস্তর বাড়ি ভাড়া
বিশ টাকা সিঙ্গাড়া
তপ্ত কড়াইপুলে
তেলের গন্ধে ভাজা;
হোন্ডা উল্টো চলে
রাস্তায় ছলে বলে
ফুটপাতে দশ টাকা
একশ শপিং মলে;
বৈশাখে জামদানী
গায় সাম্যের বানী
মাঘের ঠাণ্ডা রাতে
হাতা কাটা আমদানি;
বক্তৃতা শুভেচ্ছা
হাই হ্যালো বাংলা
চর্বিত উপদেশ
সেমিনার বেটে খা;
ফলাফল পরিণাম
অর্জিত বদনাম
নীতিমালা পাশ করে
বন্ধু দিয়েছে নাম;
ভিন্ন দস্যুপনা
মামলা মোকদ্দমা
গ্যাঞ্জাম কুটচাল
তর্কে অধ্যাপনা;
শুদ্ধ মিথ্যা কথা
শতকরা একশটা
বানোয়াট আজগবি
নেশায় দ্রাক্ষালতা;
গোপনে গোপনে ভাবে
লুটপাট করে খাবে
বংশ পরস্পরা
আক্কাস ভুলে যাবে;
জ্বলন্ত দুটি চোখ
বাঙালি সম্পদ
নিঃশ্বাস বিশ্বাসে
অসংগতির শোক।
[বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১৪ বৈশাখ ১৪২৯, ২৫ রমজান ১৪৪৩ হিজরী]