ফিলিস্তিনের রক্তিম লাল সংগ্রাম চলবেই
তুমি থাকো আর নাই বা থাকো, তাতে কি আসে যায়
আমি নাই থাকি, সন্তান আছে মুক্তির সংগ্রামে
ইট কাঠ লাঠি পাথর দিয়ে সংগ্রাম চলবেই……….
আমার ইটের প্রতি টুকরোতে, লেখা আছে অভিমান
আমার মায়ের ফিলিস্তিনের ইজ্জত সম্মান
শেখ ইয়াসিন রক্তে রাঙ্গানো প্রতিবাদী ইনসান……
আমাদের এই রক্তের দান সংগ্রাম চলবেই…….
তুমি থাকো আর নাই বা থাকো, তাতে কি আসে যায়
তোমাদের কোন সহযোগিতা ছাড়া সাত যুগ কেটে গেছে
মিসাইল ছাড়াই যুদ্ধ করেছি, ভীরু কাপুরুষ নই
পবিত্র এই ভূমির শক্তি, তোমার কি জানা নেই……..
ঈমান দীপ্ত বিশাল হৃদয়ে, চিৎকার করে গেয়েছি
আমাদের এই অধিকার টুকু ছিনিয়ে আনতে চাই…..
তোমাদের তো মিসাইল আছে, বিশাল সৈন্য বাহিনী
দিন রাত সুদী কারবার করা, পুঁজির অর্থনীতি
দান করোনি বিবৃতি ছাড়া আর কোন হাতিয়ার
এখন কেন উপদেশ দাও পাথরের সংগ্রামে……..
তোমারও সেদিন দূরে নয় বেশী, আছি অপেক্ষারত…..
কাপুরুষ তুমি কূটনীতি বাজ, নেই কোন সম্মান……
ওদের কাছে, তোমার রাষ্ট্র লোভী কুকুরের ছবি
রাত দিন তারা তোমার সাথে, করে গেছে লুকোচুরি
তোমার মাথায় উন্নয়ন আর উন্নতি ঢুকিয়ে দিয়েছে
এখন তুমি মিষ্টির মত ভীতু চকলেট বয়………
বেকার এসব বাহিনী দিয়ে, তোমরা যে কি করবে
বুঝতে পেরেছে বিশ্ব বিবেক শক্তি অকুতোভয়……
ফিলিস্তিনের রক্তমাখা সংগ্রাম চলবেই
যত দাও তুমি অভিযোগ আর, তাতে কোন কাজ নেই
তুমি কি বুঝবে মাস্তি খেয়ালে রুদ্ধ হৃদয়ে তালা
দিন রাত কাটে বন্দী দেয়ালে গাজাবাসী কারবালা…..
এখানেও তুমি ধর্ম খুঁজেছো, হে বুদ্ধি প্রতিবন্ধী
স্বাধীনতা আর পরাধীনতার সংজ্ঞা কি তুমি জানো না…..
তুমি কি বুঝবে আল্ আক্সার সম্মান অভিমান……
ইন্তিফাদায় ফিলিস্তিনের ইজ্জত সংগ্রাম…….
তাই তো আমরা লড়াই করতে, ময়দানে ফিরে এসেছি
রক্ত রাঙা ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে………
(সোমবার, ১৭ মে ২০২১, ০৩ জৈষ্ঠ্য ১৪২৮, ০৪ শাওয়াল ১৪৪২ হিজরী)
<“The caravan is moving and dog is barking” এই উক্তির অবলম্বনে উৎসাহিত হয়ে কবিতাটা লেখা হয়েছে>