আমার ভাবনা গুলো কখনো ভাবেনি
হৃদয়ের ঝরনায় বয়ে যাবে পানি
স্বপ্নের প্রাসাদেরা খুশিতে সাজেনি
তবুও আমার মন সাজিয়ে দিলাম
হৃদয়ের সবটুকু প্রত্যাশা রেখে
তোমার পথের পাশে উদাসীন মনে
মিষ্টি আবেগ মাখা অনুরাগ মেখে
তৃষিত আমার মন সাজিয়ে দিলাম
আকাশের সবটুকু আলোকিত নীল
ঝরনা ফুলের বন শীতের সকাল
তার সাথে সাগরের শুভ্র ফেনিল
শিশিরের মত হাতে সাজিয়ে দিলাম
এখন তোমার পালা নেবার সময়
তুচ্ছ আবেগ যদি বুকে তুলে নাও
ভরে যাবে হৃদয়ের শূন্য গলি
যেটুকু তোমার হাতে বিলিয়ে ছিলাম
পিষে চলে যেতে পার আশা অনুরাগ
সেইটুকু অধিকার তোমার আছে
তবুও আমার মন সান্ত্বনা পাবে
পিষে চলা ছোঁয়া তার কুড়িয়ে ছিলাম।
(শনিবার,১৭ ফেব্রুয়ারী২০০৭, ০৩ চৈত্র ১৪১৩, ২৯শে মোহররম ১৪২৮হিঃ)